চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ফাইল ছবি
পুরানো একটি ভিডিওকে কেন্দ্র করে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের। ওই ভিডিও নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে আতঙ্কিত মিমকে। ভিডিও দেখে নেটিজেনদের একাংশ বলছে, উগ্রবাদীদের রোষানলে পড়েছেন মিম। ভাইরাল সে ভিডিও নজরে পড়েছে মিমেরও। বিষয়টি প্রসঙ্গে তাই সংবাদমাধ্যমে মুখ খোলেন তিনি।
মিম বলেন, ভাইরাল ভিডিওটি আমার চোখে পড়েছে। এতে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। গুঞ্জন ছড়ানো হয়েছে যে, আমি মবের শিকার। তাই জুয়েলারি উদ্বোধনে আমাকে বাধা দেয়া হয়েছে।
মিম আরও বলেন, আসলে এমন কিছুই ঘটেনি আমার সঙ্গে। দু-মাস আগের ওই ভিডিও একটি জুয়েলারি উদ্বোধনের। সেখানে আমি ভয়ে আতঙ্কিত হয়েছিলাম।
আতঙ্কের কারণ জানিয়ে তিনি বলেন, জুয়েলারি শোরুম উদ্বোধনের সময় হঠাৎ জোরে শব্দ হয়। মূলত একটি ক্যামেরা কোনো কারণে বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে আগুন আর ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে। সেসঙ্গে দালানে আগুন লাগার গুজবও ওঠে। তাই আমি আতঙ্কিত ছিলাম। শুধু আমি নই, অনেকেই ভয় পেয়েছিলেন।
ক্ষোভ প্রকাশ করে মিম আরও বলেন, জুয়েলারি শোরুম উদ্বোধনের সে ঘটনাকে বিভিন্নভাবে জোড়াতালি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। এটা বিব্রতকর।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।