ছবি : সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত। অভিনয় করেছেন বড় পর্দায়ও। ক্যারিয়ারে অসংখ্য নাটক-সিনেমা, এমনকি বিজ্ঞাপনেও দর্শকদের নজর কেড়েছেন তিনি। যা আজও তার ভক্তদের মনে দাগ কেটে আছে। তবে বর্তমানে অনস্ক্রিন খুব একটা দেখা যায় না তাকে। এদিকে অভিনেতাকে আবারও টিভি পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন নাটকপ্রেমীরা।
অবশেষে ভক্তদের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। শিগগিরই ‘শেকড়ের টানে’ নামে একটি নাটক দিয়ে পর্দায় ফিরছেন আবুল হায়াত। এটি একক খণ্ডের একটি নাটক। সুজিত বিশ্বাসের রচনায় নাটকটি নির্মাণ করছেন বাবু সিদ্দিকী। ইতোমধ্যে নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন আবুল হায়াত।
গুনি এ অভিনেতা বলেন, এতে গল্পের প্রধান চরিত্র অর্থাৎ দাদুর চরিত্রে অভিনয় করেছি আমি। গল্পে দেখা যাবে, একটি গরিব মেয়েকে বিয়ে করার জন্য আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। ২৫-২৬ বছর পর তার ছেলে শেকড়ের টানে আমার কাছে এসে উপস্থিত হয়। আমার কাছে ভালো লেগেছে গল্পটি। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।
কয়েক দিন আগেই নিজের আত্মজীবনী প্রকাশ করেছেন আবুল হায়াত। এ প্রসঙ্গে তিনি বলেন, জন্ম থেকে এখন পর্যন্ত যেসব কথা মনে হয়েছে বলা দরকার, বলেছি। আবার অনেক কথা হয়তো বলা দরকার ছিল, বলা হয়নি। সব মিলিয়ে নিজেকে প্রকাশের চেষ্টা করেছি আমার বইটিতে। আশা করছি, সবকিছু মিলিয়ে আমার পুরো যাত্রাপথ জানা যাবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।