দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া রুবেলকে বহনকারী মাইক্রোবাস ও চিকিৎসারত চিত্রনায়ক
দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মাসুম পারভেজ রুবেল সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। শনিবার (১৬ নভেম্বর) সকালে মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে দুর্ঘটনার শিকার হন তিনি।
এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় সাংবাদিকরা বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেল ছাড়াও আরও ৮ জন আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা।
রাজধানী ঢাকা থেকে বরগুনার আমতলীতে একটি ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছিলেন রুবেল ও তার ৮ সহযোগি। এ সড়ক দুর্ঘটনায় আহত হলেও অল্পের জন্য বেঁচে গেছেন তারা।
জানা যায়, একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে একটি তেঁতুল গাছের সাথে ধাক্কা লাগে রুবেলকে বহনকারী মাইক্রোবাসটির। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
এই দুর্ঘটনার পর আহতদের দ্রুত ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। আহতরা হলেন, রাজধানী ঢাকার মগবাজার এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল (৬০), ভোলার চরফ্যাশনের আমেনাবাদ এলাকার মিন্টু হোসেনের ছেলে মো. কবির হোসেন (২৪), কিশোরগঞ্জের মাইক্রোবাসের ওমর ফারুক (৪০), রাজধানী ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকারন মোমেন খানের ছেলে সাইফুল ইসলাম (৩৬)। বাকিদের নাম তাৎক্ষনিক পাওয়া যায়নি।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট জানান, সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে আহতদের মধ্যে মাইক্রোবাসের চালক কিশোরগঞ্জের ওমর ফারুকসহ দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজধানী ঢাকায় প্রেরণ করা হয়েছে।
চিত্রনায়ক রুবেলের শারীরিক অবস্থা প্রসঙ্গে মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট বলেন, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে চিত্রনায়ক রুবেলের। তবে এখন তিনি শঙ্কামুক্ত।
উল্লেখ্য, বড় ভাই সোহেল রানার হাত ধরে চলচ্চিত্রে এসেছিলেন রুবেল। ১৯৮৬ সালে পরিচালক শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। প্রথম সিনেমা ব্যবসায়িকভাবে সফল হয়। তারপর শুধুই এগিয়ে গেছেন। সমানতালে অভিনয় করে গেছেন একের পর এক ছবিতে। ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘মুখোশ’সহ আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন রুবেল। তাঁর অভিনীত বেশির ভাগ সিনেমাই ছিল হিট।
মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট পাওয়া রুবেলের মারপিটের দৃশ্য বিশেষভাবে আকর্ষণ করত দর্শকদের। মনের মতো গল্প পান না বলে এখন আর অভিনয়ে দেখা যায় না তাঁকে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।