ছবি : সংগৃহীত
আজ রোববার, ১৭ নভেম্বর। উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী রুনা লায়লার জন্মদিন। জীবন্ত কিংবদন্তি এ কণ্ঠ যাদুকর ৭১ পেরিয়ে ৭২ বছরে পা রাখলেন। গানের মাধ্যমে বাংলা সংস্কৃতিকে সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত করিয়েছেন তিনি। দীর্ঘ পাঁচ দশকে তিনি উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান।
বাংলাদেশকে সাফল্যের সঙ্গে উপস্থাপন করেছেন আন্তর্জাতিক অঙ্গনে। চলচ্চিত্রের গানে কন্ঠ দেয়ার পাশাপাশি উপহার দিয়েছেন বিভিন্ন ঘরানার হাজারো জনপ্রিয় গান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন দেশ-বিদেশের নানা সম্মাননা।
বাংলার গর্ব এই শিল্পীর জন্ম ১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে। রুনার বয়স যখন আড়াই বছর, তখন তার বাবা রাজশাহী থেকে বদলি হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতানে যান। সে সূত্রে তার শৈশব কাটে পাকিস্তানের লাহোরে।
সংগীতশিল্পী মায়ের কাছে শিখেছেন সংগীতের প্রাথমিক ব্যাকরণ। এরপর করাচির সংগীতজ্ঞ আব্দুল কাদের পিয়ারাঙ্গ ও হাবীব উদ্দিন খানের কাছে তামিল নেন। মাত্র ছয় বছর বয়সে গান শুরু করেন রুনা। এরপর মাত্র সাড়ে ১১ বছর বয়সে পাকিস্তানের ‘জুগনু’ ছবির মাধ্যমে প্লেব্যাকের খাতায় নাম লেখান তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্লেব্যাক করেন পাকিস্তানের অনেক ছবিতে।
নিজের জন্মদিন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, জন্মদিনে শুধু সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন। আমি যেন আরও সুন্দর সুন্দর গান শ্রোতা দর্শককে উপহার দিতে পারি। সংগীত জীবনে দীর্ঘ ষাট বছরের চলার পথে মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা পেয়েছি তাতে আমি মনেকরি সবার দোয়াতে আমি আজ এ পর্যন্ত আসতে পেরেছি।
তিনি বলেন, বিশেষত জন্মদিন এলে বাবা-মা আর আমার বড় বোন দীনা লায়লাকে খুব মিস করি। এই মুহূর্তে আরও নতুন গান নিয়ে কোনো পরিকল্পনা আছে কী না? এমন প্রশ্নের জবাবে রুনা লায়লা বলেন, সত্যি বলতে কী গান নিয়েই তো আমার সারাবেলার ভাবনা। বেশকিছু পরিকল্পনা আছে নতুন গান নিয়ে। আমার সুরে যেমন কয়েকজন শিল্পীকে নিয়ে গান করার পরিকল্পনা আছে ঠিক তেমনি আমিও অন্যের সুরে গান গাইব তেমন পরিকল্পনাও আছে। যেমন এরই মধ্যে সাদেক আলীর সুরে বেতারে প্রচারের জন্য দুটো গান করেছি। সামনে আরও গান আসছে।
রুনা লায়লা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন ‘দি রেইন’, ‘যাদুর বাঁশি’, ‘অ্যাক্সিডেন্ট’, ‘অন্তরে অন্তরে’, ‘তুমি আসবে বলে’, ‘দেবদাস’, ‘প্রিয়া তুমি সুখী হও’ সিনেমাতে প্লে-ব্যাকের জন্য। রুনা লায়লা অভিনীত একমাত্র চলচ্চিত্র চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’। এতে তিনি আলমগীরের বিপরীতে অভিনয় করেছিলেন। তবে আর কখনও অভিনয় করার আগ্রহ নেই তার। রুনা লায়লার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত গান ‘যদি প্রশ্ন করো’। গানটি লিখেছেন প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন শফিক তুহিন, সঙ্গীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। তার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত আধুনিক গান তারই সুর করা ‘ফেরাতে পারিনি’ গানটি।
এখনো তিনি অনায়াসে স্টেজ শোতে সংগীত পরিবেশন করেন। স্টেজ শোতে গাওয়ার প্রস্তাব এলে পুলকিত হন। কিংবদন্তি এই শিল্পীর গান এখনও মঞ্চে উপভোগ করার জন্য যেমন শ্রোতা-দর্শক প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা করেন, ঠিক তেমনি তার গান কোথাও প্রচার হলে শ্রোতারা এক নিমিষেই বুঝতে পারেন গানটি রুনা লায়লার গাওয়া।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।