মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা। ফাইল ছবি
মহানায়িকা সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা মারা গেছেন। অর্থাৎ, বলিউড অভিনেত্রী রাইমা সেন ও রিয়া সেনের বাবা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভরত দেববর্মা। এরপর ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে খবর দেয়া হয়। আর হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স আসার আগেই মৃত্যু হয় তার।
বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাইমা সেন। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ভরত দেববর্মার। তিনি ত্রিপুরার রাজ পরিবারের সন্তান। ১৯৭৮ সালে মুনমুন সেনের সঙ্গে বিয়ে হয়। বিয়ের এক বছরের মাথায় মেয়ে রাইমার জন্ম হয়। এর দুই বছর পর আসে দ্বিতীয় সন্তান রিয়া।
দুই সন্তান আগমনের পর ক্যারিয়ার শুরু করেন মুনমুন সেন। অভিনয় দক্ষতায় আশির দশকে দর্শকমহলে হয়ে উঠেন একজন হার্টথ্রব অভিনেত্রী। বলিউডের পাশাপাশি বাংলা ইন্ডাস্ট্রিতেও বেশ দাপুটের সঙ্গে কাজ করেছেন তিনি।
সুচিত্রাকন্যা রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন ২০১৪ সালে। তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে জয়লাভ করেন। বাঁকুড়ার সংসদ সদস্যপদ পান। তবে অভিনয় কিংবা রাজনৈতিক, দুটি মাধ্যমেই স্ত্রী মুনমুনের পাশে থেকেছেন স্বামী ভরত দেববর্মা। আর দুই মেয়ে রাইমা-রিয়ার কাছে ছিলেন ‘বেস্ট ড্যাড’।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।