চিত্রনায়িকা শবনম বুবলী
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। ইতোমধ্যে ফিল্মপাড়ায় নিজের শক্ত একটা অবস্থান তৈরি করেছেন এ লাস্যময়ী। সংবাদ পাঠিকা থেকে চিত্রনায়িকা হয়ে বাজিমাত করা এ অভিনয় শিল্পীর জন্মদিন আজ।
জাঁকজমকভাবে নয়, বরাবরের মতোই নিজের পরিবারের সাথে জন্মদিনের আনন্দটা ভাগাভাগি করে নেবেন তিনি। জন্মদিনের প্রথম প্রহরে বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে এমনটাই জানালেন বুবলী। তিনি বলেন, আমার জন্মদিন কখনোই জাঁকজমকভাবে পালন করি না। জন্মদিনে আব্বু মসজিদে মিলাদের আয়োজন করেন, আমার নামে দোয়া করানো হয়। পছন্দের খাবার রান্না করেন আম্মু। আর ভাই বোনেরা উপহার দিয়ে সারপ্রাইজ দেয়।
তবে এবারের জন্মদিনে শুটিংয়ের ব্যাস্ততাও থাকবে কিছুটা। বুবলী বলেন, শুটিং সেটে থাকলে শুটিংয়ের সবাই মিলে কেক এনে উইশ করে চমকে দেয়। এবারও হয়ত তেমনটাই থাকবে। অর্থাৎ বাসা এবং শুটিং স্পট, দুই জায়গায় দুই রকম ভাবে কাটবে জন্মদিনে।
বুবলী আরও জানান, তার জীবনে সবচেয়ে আদরের ও বিশেষ মানুষ সন্তান শেহজাদ খান বীর। তার সঙ্গে তিনি জন্মদিনটা বিশেষ ভাবে উদযাপন করেন, তাই এবারও ব্যতিক্রম হবে না।
এছাড়া সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বুবলী বলেন, আমার সাংবাদিক ভাই-বোনেরা, পরিচালক, প্রযোজক, সহশিল্পীসহ আমার প্রিয় ভক্তরা জন্মদিন নিয়ে যেভাবে মন ভরে ভালোবাসা দিয়ে উইশ করে, এটা সত্যি অকল্পনীয়। আমি চিরকৃতজ্ঞ সবার প্রতি। এভাবেই সারাজীবন সবার ভালবাসা আর দোয়ায় থাকতে চাই।
দেশীয় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ২০১৬ সালে ঈদুল আজহায় একসঙ্গে দুটি ছবি দিয়ে অভিষেক বুবলীর। মন্দার বাজারে 'বসগিরি' ও 'শুটার' দু'টি ছবিই ব্যবসা সফল হয়। এরপর এ জুটির 'সুপারহিরো' ও 'চিটাগাংইয়া পোলা নোয়াখাইলস্না মাইয়া', 'রংবাজ', 'পাসওয়ার্ডসহ একে একে প্রায় একডজন ছবিই সুপারহিট ব্যবসা করে।
শাকিবের সঙ্গে জুটি বাঁধার পর সবাই ধরেই নিয়েছিলেন, শাকিবকে ছাড়া অন্য কোনো ছবিতে বুবলী অভিনয় করবেন না। কিন্তু সবার সে ধারণা ভুল প্রমাণ করে শাকিব ছাড়া অন্য নায়কদের বিপরীতেও অভিনয় করছেন তিনি। যদিও শাকিব ছাড়া বুবলীর প্রথম ছবি 'ক্যাসিনো' মুক্তির পর প্রথম সপ্তাহেই ফ্লপের তালিকায় পড়ে।
ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা চিত্রনায়িকা বুবলীর বাবা আবুল কাশেম ও মা জেসমিন আক্তারের চার সন্তানের মধ্যে তৃতীয় তিনি। শৈশব থেকেই পড়াশোনায় মেধাবী বুবলীর প্রথম বিদ্যাপীঠ উদয়ন স্কুল অ্যান্ড কলেজ। তিনি এইচএসসি পাস করেন উত্তরা উইমেন কলেজ থেকে। সেখান থেকেই অর্থনীতিতে অনার্স শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করেন। এখন সিনেমাই বুবলীর স্বপ্ন। সিনেমার সঙ্গেই কাটে তার একেকটা দিন। দর্শকের ভালোবাসায় সিক্ত হয়ে আরও বহুদূর পথ চলতে চান এই নায়িকা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।