Apan Desh | আপন দেশ

বছরের ব্যবধানে ফের মা হচ্ছেন সানা খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫১, ২৩ নভেম্বর ২০২৪

বছরের ব্যবধানে ফের মা হচ্ছেন সানা খান

ছবি: সংগৃহীত

হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ। তিনি চাইলে যে কাউকে এক নিমিষেই বদলে দিতে পারেন। যেমন বলিউড অভিনেত্রী সানা খান। যিনি এক সময় ছোট পোশাক পরে পর্দায় ঝড় তুলেছেন। এখন তিনি নিজেকে বোরখাতে রাখতেই পছন্দ করেন। নিজেকে সরিয়ে নিয়েছেন বিনোদন দুনিয়া থেকেও। 

গত বছরের জুলাই মাসে পুত্রসন্তানের মা হন বলিউডের সোবেক অভিনেত্রী সানা খান। তার দেড় বছরের মাথাতেই আবারও মা হতে চলেছেন এ সাবেক অভিনেত্রী। শুক্রবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে এ সুখবর জানিয়েছেন তিনি।

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, এ ধরনের উপহার দেয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আমাদের জন্য দোয়া করুন যাতে শুধু সংখ্যাতে নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের চলার পথ মসৃণ করুন।

সম্প্রতি রুবিনা দিলাইকের পডকাস্ট ‘কিসিন বাতায়া নেহি’র সর্বশেষ এপিসোডে হাজির হয়েছিলেন সানা। সেখানে অভিনেত্রী বলেন, ‘প্রত্যেক পুরুষই চায় তার স্ত্রী শালীন পোশাক পরুক।

তিনি আরও বলেন, কিন্তু যখন দেখি যে পুরুষরা তাদের স্ত্রীদের আঁটসাঁট, বা ছোট পোশাক পরতে দেয়, তখন আমি অবাক হই। বুঝতে পারি না সমস্যাটা কোথায়! অন্য পুরুষরা যখন আপনার স্ত্রীকে হট বলেন, সেটা কি আপনার ভালো লাগে?

প্রসঙ্গত, ‘বিগবস-৬’ এবং সালমান খানের ‘জয় হো’ সিনেমায় অভিনয়ের জন্য দর্শকমহলে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন সানা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়