Apan Desh | আপন দেশ

আন্দোলন আপডেট পেতে ’অ্যাপ’ তৈরি হোক: শাওন

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৮, ২৫ নভেম্বর ২০২৪

আপডেট: ১৬:৪৯, ২৫ নভেম্বর ২০২৪

আন্দোলন আপডেট পেতে ’অ্যাপ’ তৈরি হোক: শাওন

আন্দোলন নিয়ে শাওনের নতুন ফেসবুক পোস্ট।

দেশের পরিস্থিতি এখনও অস্থির। প্রতিদিন কিছু না কিছুর দাবিকে কেন্দ্র করে চলছে আন্দোলন। এসব আন্দোলন মাঝে মাঝে সহিংসতায় রূপ নিচ্ছে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ফেসবুকে দেখা গেল একটি স্ট্যাটাস। সেখানে তিনি আন্দোলনের আপডেট পাওয়ার জন্য একটি 'অ্যাপ' তৈরি করার দাবি জানিয়েছেন।

একদিকে ব্যাটারিচালিত রিকশাচালকদের আন্দোল। অন্যদিকে কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ। আরও নানা ইস্যু নিয়ে প্রতিবাদ। সম্প্রতি ডেমরার ডিএমআরসি কলেজে একদল শিক্ষার্থীর হামলা ও সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। হামলাকারীরা কলেজের সামগ্রীও লুট করে নিয়ে যায়। যা পুলিশি হস্তক্ষেপের পর থামানো হয়।

এ পরিস্থিতির মাঝে শাওন তার ফেসবুকে লিখেছেন, আজকে কি কোথাও কর্মসূচি/আন্দোলন/বিক্ষোভ নাই! ফেসবুকে কোনো সাড়াশব্দ পাচ্ছি না! ট্রাফিক আপডেট ‘ঢাকার চাকা’র মতো আন্দোলন আপডেটের একটা অ্যাপ তৈরি করার দাবি জানাচ্ছি। তার এ দাবির সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। 

একজন কমেন্টে মন্তব্য করেছেন, মেধাবী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ তাণ্ডব চালিয়ে যাচ্ছে। অন্যজন লিখেছেন, ‘ঠিক বুদ্ধি, দিদিভাই। রাস্তায় প্রতিদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে কর্মজীবীরা।’


আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়