Apan Desh | আপন দেশ

মঞ্চায়ন হলো দেশ নাটকের সাড়ে ১২৭তম ‘নিত্যপুরাণ’

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৬, ২৭ নভেম্বর ২০২৪

আপডেট: ২০:৪৯, ২৭ নভেম্বর ২০২৪

মঞ্চায়ন হলো দেশ নাটকের সাড়ে ১২৭তম ‘নিত্যপুরাণ’

দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ এর খন্ডচিত্র। ছবি-আপন দেশ

ফের মঞ্চায়ন হলো দেশ নাটকের ‘নিত্যপুরাণ’। দেশ নাটকের এহসানুল আজিজ বাবুর বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কটাকক্ষের অভিযোগ রয়েছে। পলাতক শেখ হাসিনাকে পুনর্বাসনের অপচেষ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ এনেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা।

তাদের তোপের মুখে গত ২ নভেম্বর মাঝপথে বন্ধ হয়ে যায় দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকটি। তবে ফের বুধবার (২৭ নভেম্বর) মঞ্চায়ন হলো নাটকটি। এদিন সন্ধ্যায় শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয়। 

দেশ নাটক জানায়, ২ নভেম্বরে যারা টিকেট কেটেছেন সে টিকেট দিয়েই নাটকটি উপভোগ করা যাবে। 

নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন মাসুম রেজা। ২ নভেম্বরের প্রদর্শনীটি ছিলো নাটকটির ১২৭ তম মঞ্চায়ন। আর বুধবার মঞ্চায়নটিকে তারা ১২৭.৫ তম মঞ্চায়ন হিসেবে ঘোষণা করেছে। 
নিত্যপুরাণ’ নাটকটির গল্প এগিয়েছে নিম্নবর্ণের সন্তান একলব্যকে ঘিরে। পঞ্চপাণ্ডবের সঙ্গে অস্ত্রবিদ্যা শেখার জন্য যিনি গুরু দ্রোণাচার্যের কাছে যান। কিন্তু নিচু জাত বলে তাকে প্রথমে শেখাতে চান না দ্রোণাচার্য। যদিও এক পর্যায়ে তার কাছে ধনুর্বিদ্যা শেখার সুযোগ পান একলব্য। কিন্তু গুরুর আরেক শিষ্য পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব অর্জুন একলব্যের কাছে পরাজিত হন ধনুর্বিদ্যায়। তখন গুরু দ্রোণাচার্য একলব্যকে আঙুল কেটে গুরুদক্ষিণা দিতে নির্দেশ দেন। মহাভারতে বর্ণিত নিম্নবর্গের এ বীরযোদ্ধার করুণ কাহিনীই নাটকটির উপজীব্য।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দলের নিয়মিত শিল্পীরা।

স্বৈরাচার পতনের পর বিভিন্ন অঙ্গনে ঘাপটি মেরে রয়েছে ফ্যাসিস্ট হাসিনার দোসররা। সাংস্কৃতিক অঙ্গনেই সবচেয়ে বেশি ঘাপটি মেরে রয়েছে স্বৈরাচারের দোসররা। যার কারণে নাটকের দলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। নাটকের সংগঠন দেশ নাটকে স্বৈরাচারের দোসর এহসানুল আজিজ বাবু ঘাপটি মেরে থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নানা ধরনের ব্যঙ্গ ও কটাক্ষ করার পাশাপাশি পতিত স্বৈরাচারের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়াচ্ছিলো এহসানুল আজিজ বাবু। আর সে মাশুল দিতে হয় দেশ নাটকের সবাইকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ব্যঙ্গ ও কটাক্ষ করার পাশাপাশি পতিত স্বৈরাচারের পক্ষে গুজব ছড়িয়ে গেলেও দেশ নাটক বাবুকে বহিস্কার না করেই গত ২ নভেম্বর শিল্পকলা অ্যাকাডেমিতে তাদের নিয়মিত প্রযোজনার নাটক ‘নিত্যপুরাণ’ মঞ্চায়ন শুরু করে। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার তোপের মুখে দেশ নাটক কর্তৃপক্ষ নাটকটির মঞ্চায়ন বন্ধ করতে বাধ্য হয়। স্বৈরাচারের দোসর বাবুকে বহিস্কারের শর্তে দেশ নাটক এ নাটকটি মঞ্চায়ন করতে পারবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার এ আশ্বাসের প্রেক্ষিতে বুধবার নাটকটি ফের মঞ্চায়ন করে দলটি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়