ছবি: আপন দেশ
রবীন্দ্রনাথের গান বরাবরই সংগীত সমঝদারদের বিমোহিত করে আর শ্রোতাদের হৃদয়ে ভালো লাগার অনুরণন সৃষ্টি করে। রবীন্দ্রনাথে ডুবে গেলে ধ্যানমগ্নতায় হারায় শ্রোতারা। ড. চঞ্চল খানের শৈল্পিক পরিবেশনায় এমন দৃশ্যকল্পই চিত্রিত হলো ছায়ানট মিলনায়তনে।
শুক্রবার (২৯ নভেম্বর) ছুটির দিনের সন্ধ্যায় চঞ্চল খানের গাওয়া রবীন্দ্রনাথের গান নিয়ে এ আসরের আয়োজন করে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট।
"তোমার গানের ছায়ায়" শিরোনামের এ আসরে কন্ঠ থেকে সুরের সুধা ছড়িয়ে দিয়ে মুগ্ধতা ছড়ান এ শিল্পী। আমার খেলা যখন ছিল তোমার সনে, গানটি দিয়ে শুরু করেন। একে একে তিনি গেয়ে শোনান হে ক্ষণিকের অতিথি, অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, আমার হিয়ার মাঝে হেমন্ত, পথিক পরান চল, সেদিন দুজনে দুলেছিনু বনে, তুই ফেলে এসেছিস কারে, এসেছিলে তবু আস নাইজানায়ে গেলে, প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে, আজি ঝড়ের রাতে তোমার অভিসার, অলি বার বার ফিরে যায়, কোথা হতে শুনতে যেন পাই, যারা বিহান বেলায়, ওগো আমার চির অচেনা পরদেশী, অন্যতম।
পরিবেশনার পরতে পরতে হালকা শীতের আমেজে মূর্ত হয়ে উঠে রবীন্দ্রনাথ। সুরের মুগ্ধতায় বিমোহিত হয়ে দর্শক শ্রোতারাও শিল্পীর প্রতি ছুঁড়ে দেন ভালোবাসার ডালি।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।