Apan Desh | আপন দেশ

আত্মপ্রকাশের অপেক্ষায় ওটিটি মাধ্যম এনিগমা 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:২১, ৩০ নভেম্বর ২০২৪

আত্মপ্রকাশের অপেক্ষায় ওটিটি মাধ্যম এনিগমা 

ছবি: আপন দেশ

প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে বিনোদনের খোরাক নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ওটিটি মাধ্যম এনিগমা দোয়েল টেলিভিশন।  ২০২৫ এর ৬ মে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করবে এ ওটিটি মাধ্যমটি। এ উপলক্ষে "লেটস টক" শিরোনামের সেমিনারের আয়োজন করে এনিগমা টিভি। 

শনিবার (৩০ নভেম্বর) ধানমন্ডিস্থ আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত হয় এ সেমিনার। এতে বাংলাদেশে ওটিটির সমস্যা, সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এনিগমা টিভির প্রধান নির্বাহী ফাহমিদুল ইসলাম শান্তনু। 

তিনি বলেন, অতিমাত্রায় বাণিজ্যের যাঁতাকলে বর্তমানের ওটিটি চ্যানলগুলোতে যাচ্ছে তাই অনুষ্ঠান সম্প্রচার করা হয়। যার কারণে ওটিটি নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। তথ্যপ্রযুক্তির এ বিশ্বে মানসম্মত, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের অনুষ্ঠান করার লক্ষ্যেই এনিগমা দোয়েল ওটিটি বাজারে আসার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
 
তিনি আরও বলেন, শুণ্য থেকে ২৫ বছর বয়সীদের টার্গেট করেই মাধ্যমটি তাদের অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচারের উদ্যোগ নিয়েছে। সারাদেশের ৩০ হাজার স্কুলের ৬ কোটি শিক্ষার্থীদের চিন্তা ও চেতনাকে মাথায় রেখেই এনিগমা দোয়েল ওটিটি মাধ্যম নিজস্ব অনুষ্ঠান সাজাবে। কনটেন্ট প্রচার ও কেনার ক্ষেত্রে কোয়ালিটির সঙ্গে কোনো ধরনের আপোষ করা হবে না বলেও জানান টেলিভিশন ব্যক্তিত্ব ফাহমিদুল ইসলাম শান্তনু।  পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ সব ধরনের অনুষ্ঠান নির্মাণে গুনগতমানের সঙ্গেই এগিয়ে যাবে মাধ্যমটি। বিভাগীয় পর্যায় থেকে শুরু করে সারাদেশ এবং আন্তর্জাতিক পরিমন্ডলে এ ওটিটি মাধ্যমটি দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিবে বলেও জানান এনিগমা টিভির প্রধান নির্বাহী।  আইডিয়া শেয়ারের পাশাপাশি অনুষ্ঠান নির্মাণের সর্বাত্মক সহযোগিতার ব্যাপারে এনিগমা টিভির দরজা সবার জন্য খোলা রয়েছে বলেও জানান ফাহমিদুল ইসলাম শান্তনু। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বাণিজ্য করতে আসিনি, দেশের সংস্কৃতি ও দেশকে আন্তর্জাতিক পরিমন্ডলে ছড়িয়ে দিতেই এসেছি। যার কারণে এক লাফেই সফলতার শিখরে আরোহন না করে প্রতিদিন একটি করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাই।
 
শান্তনু বলেন, তথাকথিত হিট বা ভিউ দিয়ে আমরা এগুতে চাইনা। মেধা, মণন ও সৃজনশীলতা দিয়েই এনিগমা দোয়েল টিভিকে সর্বস্তরের জনসাধারণের কাছে ছড়িয়ে দিতে চাই।

সেমিনারে আরো বক্তৃতা করেন মোশন মানিষাক, আতিকুর রহমান, বাংলাদেশ সিনেমা এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের শিক্ষার্থী রাজিব, তানভীর আল হোসেন, মাসরুর চৌধুরী, ফারহানা আখতার,,আজকালের খবরের স্টাফ রিপোর্টার আহমেদ তেপান্তর, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোস্তফা মতিহার, কালবেলার বিনোদন বিভাগীয় প্রধান এ এইচ মুরাদ, নিউএইজের স্টাফ রিপোর্টার আসলাম অরণ্য, ওমেরা পেট্টোলিয়াম লিমিটেডের নাসির উদ্দিন সুমন, ম্যাচ বক্সের এমডি আব্দুল মুমিত, গণমাধ্যম বিশেষজ্ঞ ড. ইসলাম শফিক প্রমুখ।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়