Apan Desh | আপন দেশ

‘ফেলানী যখন ঝুলছিল, কিসের অবমাননা হচ্ছিল তখন’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৫২, ১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:০৮, ১ ডিসেম্বর ২০২৪

‘ফেলানী যখন ঝুলছিল, কিসের অবমাননা হচ্ছিল তখন’

ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমন

উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। গানের পাশাপাশি তিনি সমাজের ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। ভারতীয় হলেও প্রতিবেশি বাংলাদেশের প্রতি তার একটা আলাদা টান রয়েছে। 

নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বাংলাদেশের নানা ঘটনা নিয়ে নিজের মত দেন। কখনো সমসাময়িক পরিস্থিতি নিয়ে লিখেছেন, কখনো–বা সেটা তুলে ধরেন গানের লাইনে। এমনকি জুলাইয়ের অভ্যুত্থান–পরবর্তী সময়েও নানা বিষয় নিয়েও কথা বলেছেন তিনি।

শেখ হাসিনা পতন আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন সুমন। সর্বদা শিক্ষার্থীদের দাবি আদায়ের সঙ্গে পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন। সম্প্রতি ‘পতাকার অবমাননা’ নিয়ে দুই দেশের মধ্যে চলছে ‘বাকযুদ্ধ’। এ অস্থিতিশীল পরিস্থিতি ইঙ্গিত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন কবীর সুমন

পোস্টে তিনি লিখেছেন, সীমান্তের কাঁটাতার–বেড়া থেকে ফেলানী যখন ঝুলছিলেন, কিসের কার অবমাননা হচ্ছিল তখন? সুমন এ লেখায় কারও নাম নেননি তবে অনেকেই মনে করছেন তিনি মূলত এটি লিখেছেন শ্রীজাতকে উদ্দেশ্য করেই। পোস্টের মন্তব্যের ঘরে সেটা লিখেছেন অনেক অনুসারী।

উল্লেখ্য, বাংলাদেশ–ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর-দিনহাটা সীমান্তের খিতাবেরকুঠি এলাকায় ২০১১ সালের ৭ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ–এর সদস্যরা ১৪ বছরের ফেলানী খাতুনকে গুলি করে হত্যা করে। বিএসএফ ১৮১ ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের জওয়ানদের এ ঘটনার জন্য দায়ী করা হয়। হত্যার পর সাড়ে চার ঘণ্টা ধরে কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় ফেলে রাখা হয় ফেলানির লাশ। পরে তারা লাশটি নামিয়ে নিয়ে যায়। দু’দিনব্যাপী পতাকা বৈঠক শেষে হত্যার ৩০ ঘণ্টা পর ফেলানির লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

এ ঘটনার দিকে ইঙ্গিত করেই কবীর সুমন লিখেছেন—

কতগুলো উজবুক পতাকা মাড়ালো

বিজ্ঞরা তাই ব্লাড প্রেশার বাড়ালো।

পতাকার চেয়ে বড় ফেলানির বুক

সেটা তাক করেছিল কার বন্দুক।

কাঁটাতারে ঝুলছিল মেয়েটা আমার

দেশের বুলেট দেশপ্রেমের খামার।

কার দেশ কার ফ্ল্যাগ কার কাঁটাতার

কোথায় রইল ঝুলে ফেলানি আমার।

পরের জন্মে মেয়ে আমি আর তুমি

ফ্ল্যাগহীন কোনও দেশে খুঁজে পাবো ভূমি।

আমার সঙ্গে গান গাইবে তুমিও

গাইবে অন্য কোনও

জন্মভূমিও।।

রোববার (১ ডিসেম্বর) ভোরে আরেকটি কবিতা পোস্ট করেছেন কবীর সুমন। তিনি লিখেছেন—

কোন্ পতাকায় লাথি দেয় কেউ

কোন্ পতাকায় ফুল

আমার প্রেমের পতাকা তোমার

এলোমেলো হওয়া চুল

পতাকায় নয় কিছুই শুরু

পতাকায় নয় শেষ

আমিই ভারতবর্ষ প্রিয়া

আমিই বাংলাদেশ

কারা করে কার অপমান প্রিয়া

কতগুলো উজবুক

আদরে আদরে এঁকে দেবো চলো

সবার দেশের মুখ

ভুলে যাই কেন একজন ক্রুশে

ঝুলেছেন একা একা

সকলের হয়ে, চলো প্রিয়তমা

যদি পাই তাঁর দেখা

তিনি বলবেন এসো হাত ধরো

শত্রুতা ভুলে যাও

পতাকার চেয়ে ভালবাসা বড়

প্রেমের গানটা গাও।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়