Apan Desh | আপন দেশ

ছায়ানটের উদ্যোগে বাংলা সংস্কৃতি বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে কন্টেন্ট প্রকাশ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:৫৮, ১ ডিসেম্বর ২০২৪

ছায়ানটের উদ্যোগে বাংলা সংস্কৃতি বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে কন্টেন্ট প্রকাশ

ছায়ানট।

দেশীয় সংস্কৃতি ও বৈশিষ্ট্যে স্বাধীনসত্তায় বিকশিত হতে বাঙালিকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজ করে আসছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগীত, সংস্কৃতি ও সংস্কৃতি-সমন্বিত সাধারণ শিক্ষা নিয়ে কাজ করে চলেছে প্রতিষ্ঠানটি।

বিশ্বসমাজের বিচিত্র সংস্কৃতির অংশীদার হতে আগ্রহী ছায়ানট সমানভাবে চায় বাংলা সংস্কৃতিকে নিজস্ব সীমা পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দিতে। এ লক্ষ্য অর্জনে প্রযুক্তির সহায়তায় সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন একটি করে কন্টেন্ট প্রকাশের উদ্যোগ নিয়েছে ছায়ানট।

ডিসেম্বরের প্রথম দিন থেকে শুরু হওয়া এ উদ্যোগে প্রতিদিন সকাল ৯টায় ফেইসবুক, ইনস্টাগ্রাম, এক্স ও ইউটিউব চ্যানেলে একযোগে একটি নতুন কন্টেন্ট প্রকাশ করছে ছায়ানট। রোববার (১ ডিসেম্বর) প্রকাশিত প্রথম কন্টেন্টটি ছিল জাতীয় সংগীত নিয়ে।

এ আয়োজনের দৃশ্য ধারণে সহায়তা করেছে সমমনা প্রতিষ্ঠান ও সংগঠন নালন্দা, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, কণ্ঠশীলন ও ব্রতচারী। হাজারো মানুষের অংশগ্রহণে মিলিত কণ্ঠের মধ্য দিয়ে ছায়ানটের সাংস্কৃতিক উদ্দীপনা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

ছায়ানট তার ছয় দশকের পথচলায় যে হাজার হাজার গানের অডিও ও সাম্প্রতিককালের ভিডিও সংগ্রহ করেছে। সেগুলো থেকেই কন্টেন্ট তৈরি করা হচ্ছে। পাশাপাশি ফেইসবুক লাইভের মাধ্যমে ছায়ানটের অনুষ্ঠান ও আয়োজন নিয়মিত প্রচারের পরিকল্পনা করা হয়েছে। এ ধারাবাহিক আয়োজনের প্রাথমিক নাম ‘জাগরণী’। যা নিয়মিত নতুন কন্টেন্ট দিয়ে বাংলা সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রয়াস চালাবে।

বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও কণ্ঠ বিশ্বমঞ্চে তুলে ধরা ও প্রযুক্তি ব্যবহার করে দেশীয় সংস্কৃতির আন্তর্জাতিকীকরণ। ছায়ানটের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়