Apan Desh | আপন দেশ

মেহজাবীন-ফারিণের মিল যেখানে 

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩২, ২ ডিসেম্বর ২০২৪

মেহজাবীন-ফারিণের মিল যেখানে 

ছবি : সংগৃহীত

পেশায় তারা অভিনেত্রী। একজন শুধু ছোট পর্দায় আরেকজন বড়-ছোট দুটোতেই ব্যস্ত। দেশের শোবীজ জগতের দুই নক্ষত্র মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। তাদের মাঝে যে বন্ধুত্বের সম্পর্ক সেটি দেখে রীতিমত মুগ্ধ ভক্তরা। 

ফারিণের সঙ্গে বন্ধুত্ব নিয়ে মেহজাবীন বলেন, কাজের সুবাদে আমরা দুজন এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ একসঙ্গে ভ্রমণ করেছি। আমাদের অনেক সুন্দর সুন্দর মুহূর্ত রয়েছে, যা আমাদের ভক্তদেরও নজর কেড়েছে, তাদের কাছে ভালোও লেগেছে। আমরা সবশেষ আমেরিকায় ঘুরেছি। এ সময় দেশটির বিভিন্ন শহর ঘুরেছি এবং আমার প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার একটি ম্যাচও একসঙ্গে দেখেছি। তাই দুজনের একসঙ্গে ভালো কিছু মেমোরি হয়েছে, যা ভবিষ্যতে আমাদের সম্পর্কটা আরও বেশি সমৃদ্ধ করবে।

তবে এখনও দু’জনের একসঙ্গে অভিনয় করা হয়নি। এ বিষয়ে এ অভিনেত্রী আরও বলেন, আমরা একসঙ্গে এখনো কাজ করিনি। একটি নাটকে ফারিণের ক্যামিও ছিল আমার সঙ্গে। তবে একসঙ্গে কাজের বিষয়টি আমাদের হাতে থাকে না। নির্মাতা যদি আমাদের দুজনকে নিয়ে কখনো কাজ করার পরিকল্পনা করেন, তাহলে অবশ্যই করব। তার অভিনয় আমার সবসময়ই ভালো লাগে।

মেহজাবীনের অভিনয়ের যাদুতে মুগ্ধ ফারিণ। তার নতুন সিনেমা ‘প্রিয় মালতী’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলে এ অভিনেত্রী হলে গিয়ে দেখবেন বলেও জানিয়েছেন তিনি। এ ছাড়া দুজনের বেশ কিছু বিষয়ের মিলও রয়েছে। এ নিয়ে ফারিণ বলেন, মেহজাবীন আপুর সঙ্গে আমার বন্ধুর মতো সম্পর্ক। আমাদের দুজনের একটি জায়গায় অনেক মিল রয়েছে। সেটি হচ্ছে, আমাদের দুজনেরই মানসিকতার সুন্দর মিল রয়েছে, যা বুঝতে পেরেছি তার সঙ্গে ট্যুরে গিয়ে। ট্যুরে আমরা দুজন কোনো কিছু আলাদা আলাদা করার প্ল্যান করতাম। এরপর প্ল্যান নিয়ে যখন গ্রুপ মিটিং করতাম, তখন দেখতাম দুজন একই প্ল্যান করেছি। এ ছাড়া আমি তার কাজের ভক্ত। 

মেহজাবীনের ‘প্রিয় মালতী’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলে হলে গিয়ে দেখবেন বলেন জানান ফারিণ। তিনি বলেন, আমাদের একসঙ্গে এখনো কাজ করা হয়নি, সুযোগ এলে অবশ্যই কাজ করব।

বছর শেষে কাজের ব্যস্ততা দুজনেরই রয়েছে। মেহজাবীন বর্তমানে তার ‘প্রিয় মালতী’ সিনেমার ইন্টারন্যাশনাল ট্যুর নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর ফারিণের হাতে রয়েছে নির্মাতা কাজল আরেফিনের ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। এতে তার বিপরীতে অভিনয় করবেন জিয়াউল ফারুক অপূর্ব। এর শুটিংয়ে আজ থেকে বরিশালে যুক্ত হচ্ছেন ফারিণ। ওয়েব ফিল্মটি ২০২৫ সালের ভালোবাসা দিবসে প্রচার হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়