Apan Desh | আপন দেশ

ওমর সানীর বাসায় চুরি, পুলিশে অভিযোগ

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০০, ৩ ডিসেম্বর ২০২৪

ওমর সানীর বাসায় চুরি, পুলিশে অভিযোগ

ঢালিউড চিত্রনায়ক ওমর সানী।

চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরি হয়েছে নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন। এ ঘটনায় ভাটারা থানায় উপস্থিত হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) সকালে নিয়মিত হাঁটাহাঁটির জন্য বাড়ি থেকে বের হন তিনি। এরপর বাসয় ফিরে দেখেন তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন, ২২ হাজার টাকা ও তার সহকারীর একটি দামি ফোন চুরি হয়ে গেছে!

এই নায়ক বলেন, ‌সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়াকে বের হই। এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরে ড্রয়িং রুমে এসে দেখি আমার স্যামসাং এস টুয়েন্টি আল্ট্রা ও আরেকটি অপ্পো ফোন নেই। ড্রয়ারে নগদ ২২ হাজার টাকা ছিল, সেটিও নেই। আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিক্স মোবাইল ফোনটিও চুরি হয়েছে।

অভিনেতার ধারণা, মর্নিং ওয়াকে যাওয়ার পর সুযোগ বুঝে চোর বাসায় প্রবেশ করে। তিনটি মোবাইল ফোন ও নগদ ২২ হাজার টাকা হাতিয়ে নেয়। তিনি মনে করেন, যেহেতু চুরি যাওয়া ফোনগুলোর আইএমইআইসহ সমস্ত তথ্যই পুলিশকে দেয়া হয়েছে, তাই শিগগিরই চোরদের খুঁজে বের করা সম্ভব।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়