
সংগৃহীত ছবি
সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের পর জীবন নতুনভাবে শুরু করেছেন নাগা চৈতন্য। সম্প্রতি তিনি অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে মালাবদল করেছেন।
বুধবার (৪ ডিসেম্বর) রাতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, নাগা চৈতন্যর জীবনে শোভিতার প্রবেশ প্রাক্তন স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্কের সময়েই ঘটে। ২০২১ সালে সম্পর্কের ইতি টানার পরই নাগার জীবনে আসে শোভিতা। তাদের সম্পর্কের কারণে নাগা ও সামান্থার দাম্পত্য জীবন ভেঙে যায়।
বিচ্ছেদের সময় নাগা চৈতন্য সামান্থাকে ২০০ কোটি টাকা ভরণপোষণ দেয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সে টাকা গ্রহণ করতে রাজি হননি সামান্থা।
জানা যায়, নিয়ম অনুযায়ী সামান্থাকে ৫০ কোটি টাকা ভরণপোষণ পাওয়ার কথা ছিল। কিন্তু নাগা অতিরিক্ত ২০০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন। তবে অভিনেত্রী তাতে এক টাকাও নিতে চাচ্ছিলেন না। কারণ বিচ্ছেদের পর তিনি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলেন। সম্পর্ক থেকে শুধু ভালোবাসাটাই চাইতেন, আর কিছু নয়।
নাগা ও সামান্থার সম্পর্ক ২০১০ সালে একটি সিনেমার সেটে শুরু হয়েছিল। ২০১৭ সালে তারা গোয়ায় বিয়ে করেন। কিন্তু ৪ বছরের মাথায় তাদের সংসার ভেঙে যায়। বিচ্ছেদের পর সামান্থার জন্য সময়টা ছিল খুবই কঠিন। তিনি মানসিক অবসাদে ভুগতেন। শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে তিনি সে খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।
এদিকে সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর নাগা চৈতন্যর জীবনে এসেছে নতুন সুখ। শোভিতা ধুলিপালার সঙ্গে তার নতুন জীবন শুরু হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।