
ঋতুপর্ণা ও শ্রীলেখা
পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে ‘তরী’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রাশিদ পলাশ। নানা জটিলতায় তাকে নিয়ে সিনেমার শুটিং করা সম্ভব হয়নি। মাঝে ঋতুপর্ণাকে বাদ দেয়ার কথাও জানিয়েছিলেন নির্মাতা। অবশেষে তাই হলো।
রোববার (৮ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা রাশিদ পলাশ। তিনি বললেন, শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করতে সম্প্রতি কলকাতায় গিয়েছিলাম। গতকাল (৭ ডিসেম্বর) ফিরেছি। শ্রীলেখাকে পেয়ে আমরা আনন্দিত।
তিনি জানান, শনিবার কলকাতায় শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করেছি। ঋতুপর্ণার স্থানে শ্রীলেখাকে যুক্ত করা হয়েছে। ফলে চরিত্রটির পরিধি আরও বাড়বে বলে আমি মনে করি। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি মাসের শুরুতে শ্রীলেখাকে নিয়ে শুটিং শুরু করবো।
এদিকে গুঞ্জন ছড়িয়েছে, চিত্রনায়ক-সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের বন্ধু হওয়ায় ঋতুপর্ণাকে বাদ দেয়া হয়েছে। বিষয়টি ঠিক এমন না বলেও জানালেন রাশিদ পলাশ।
তিনি জানালেন, বিষয়টি ঠিক এরকম না। আমি চাইনি এ নিয়ে কোনো বিতর্ক হোক। তাছাড়া এ সময় ঋতুপর্ণাকে নিয়ে আউটডোরে শুটিং করা সম্ভব নয়। তাই আমরা নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।