Apan Desh | আপন দেশ

ফাঁস হওয়া নগ্ন ভিডিও নিয়ে যা বললেন প্রজ্ঞা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:১২, ৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:৪৪, ৯ ডিসেম্বর ২০২৪

ফাঁস হওয়া নগ্ন ভিডিও নিয়ে যা বললেন প্রজ্ঞা

ছবি : সংগৃহীত

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী প্রজ্ঞা নাগরা। তামিল সিনেমায় অভিনযয়ের মধ্যে দিয়ে ক্যারিয়ার শুরু হয়েছিল তার। রুপে গুনে খুব অল্প সময়ে নিজেকে পরিচিত করে তোলেন তিনি। তবে সম্প্রতি তার একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যে কারণে অস্বস্তিকর অবস্থায় রয়েছেন এ তারকা অভিনেত্রী।

সম্প্রতিই সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হয়েছে, ভিডিওর নারী দক্ষিণী অভিনেত্রী প্রজ্ঞা নাগরা। এ নিয়ে যখন নানা আলোচনা-সমালোচনা ও চর্চা, তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন এ অভিনেত্রী।

প্রজ্ঞা নাগরা জানান, ভিডিওটি ভুয়া, যা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে নিজের হতাশা ও ক্ষোভ জানিয়েছেন তিনি।

তারকাদের নিয়ে সংবাদ প্রকাশের মাধ্যম পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী, এক্স হ্যান্ডেলে প্রজ্ঞা নাগরা লিখেছেন, এখনো আমার কাছে বিষয়টি বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে একটি খারাপ স্বপ্ন দেখছি, হয়তো এখনই জেগে উঠব।

এরপরই তিনি লিখেছেন, প্রযুক্তির উদ্দেশ্য ছিল মানবজাতিকে সহায়তা করা এবং আমাদের জীবনকে দুর্বিষহ না করে তোলা। অথচ এআই প্রযুক্তির মাধ্যমে যারা এ ধরনের কনটেন্ট তৈরি করছেন এবং তা ছড়িয়ে দিচ্ছেন, তারা মূলত কোনো বাজে উদ্দেশ্য নিয়ে করছেন এসব। প্রার্থনা করি, এই অগ্নিপরীক্ষা যেন আর কোনো নারীকে দিতে না হয়। নিরাপদে থাকুন সবাই।

প্রসঙ্গত, ২০২২ সালে তামিল সিনেমা ‘ভারালারু মুক্কিয়াম’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ডেবিউ হয় প্রজ্ঞা নাগরার। পরের বছর ২০২৩ সালে ‘মালয়ালাম সিনেমা ‘নাধিকালির সুন্দরী যমুনা’তে দেখা গেছে তাকে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়