Apan Desh | আপন দেশ

উপদেষ্টা নাহিদ-আসিফের চোখে ফারুকীর ‘৮৪০’  

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৮, ১২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৪:৩২, ১২ ডিসেম্বর ২০২৪

উপদেষ্টা নাহিদ-আসিফের চোখে ফারুকীর ‘৮৪০’  

ছবি : সংগৃহীত

আওয়ামী দুঃশাসনের পটভূমি তুলে ধরে ‘৮৪০’ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। যিনি এখন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। তার নির্মিত সিনেমাটি শুক্রবার (১৩ ডিসেম্বর) মুক্তি পাবে। 

তার আগে বুধবার (১১ ডিসেম্বর) সন্ধায় সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী হয়। যেখানে আমন্ত্রিত অতিথি হয়ে এসেচিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দুই উপদেষ্টা। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের সময়ে আমরা অনেক কথা বলতে পারিনি, এখন বলার সময় এসেছে। ফারুকী ভাই সিনেমাটা বানিয়েছেন বলে তাকে ধন্যবাদ জানাই। আশা করছি, সামনের দিকে এ ধরনের কাজ আরও বেশি দেখতে পাব।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সাংস্কৃতিক লড়াইটা দীর্ঘ সময়ের। ফারুকী ভাইয়েররা লড়াইটা করে এসেছে। আশা করি, ‘৮৪০’ সিনেমাটাও ‘৪২০’-এর মতো সবার মধ্যে সাড়া জাগাবে। আগামীর সাংস্কৃতিক লড়াইয়ে ফারুকী ভাই আরও অবদান রাখবেন।

বিগত সরকারের আমলে চ্যালেঞ্জ নিয়ে সিনেমা নির্মাণ প্রসঙ্গে  মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ফিল্ম মেকাররা কাজের মধ্য দিয়ে ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারেন। এখানে ক্ষমতাকে স্যাটায়ার দিয়ে ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি। স্বৈরশাসকে টেকডাউন করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বিদ্রূপ। সেটা আমরা ব্যবহার করেছি। ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকলে সিনেমাটি রিলিজ হতো না। কারণ, ‘শনিবার বিকেল’ নিয়ে দেখেছি কী হয়েছে। সবচেয়ে বড় কথা, সিনেমাটা রিলিজ হচ্ছে। 

‘৮৪০’ এ অভিনয় করেছেন এখনকার সময়ের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান। এছাড়াও দেখা গেছে ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারকেও। তারাও সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন।  

 প্রসঙ্গত ‘৮৪০’ সিনেমাটি প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশা ইন অ্যাসোসিয়েশন উইথ ইম্প্রেস টেলিফিল্ম। আগামী ১৩ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর  ‘৮৪০’ টেলিভিশন ও ওটিটিতেও মুক্তি পাবে। তবে কবে ও কখন, সেটাও জানিয়ে দেয়া হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়