Apan Desh | আপন দেশ

সালমানের প্রশংসায় যা বললেন রাশমিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৩৫, ১৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:৩৬, ১৩ ডিসেম্বর ২০২৪

সালমানের প্রশংসায় যা বললেন রাশমিকা

ছবি : সংগৃহীত

বলিউড সুপার ষ্টার সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। দু’জনের মাঝে বয়সের ফারাক ৩১ বছর। তাই জুটি বাঁধার খবর ছড়িয়ে পড়তেই ধেয়ে আসছিল কটাক্ষ। তবে সে সবের তোয়াক্কা করেননি তারা। একসঙ্গে জুটি বেঁধে ‘সিকান্দার’ সিনেমার শুটিং করছেন দুই তারকা। 

ছবিতে নিজের চরিত্রের বিষয় এখনই প্রকাশ্যে আনতে চান না রাশমিকা। তবে সালমানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করে মুগ্ধ তিনি। ভাইজানের প্রশংসায় একেবারে পঞ্চমুখ রাশমিকা। এ অভিনেত্রী বলেছেন, তার  সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। অসাধারণ মানুষ। একেবারে মাটির মানুষ।

একটি ঘটনার উদাহরণ টেনে রাশমিকা বলেন, শুটিংয়ের সময়ে আমার শরীর ভালো ছিল না। যে মুহূর্তে তিনি এটা জানতে পারলেন, নিয়মিত আমার খোঁজ করতেন এসে। কলাকুশলীদের বলতেন, আমাকে যেন পুষ্টিকর খাবার, গরম জল সব দেয়া হয়।

সালমানের ভূয়সী প্রশংসা করতে গিয়ে রাশমিকার মন্তব্য, তিনি সত্যিই খেয়াল রাখতে জানেন। তার ব্যবহারেই নিজেকে বিশেষ মনে হবে। দেশের সবচেয়ে বড় তারকাদের মধ্যে তিনি অন্যতম একজন। তবুও কত বিনয়ী ও মাটির মানুষ সালমান!

সব মিলিয়ে ‘সিকান্দার’ সিনেমায় কাজ করার অভিজ্ঞতা ভালো অভিনেত্রীর। রাশমিকার কথায়, সিকান্দার নিয়ে আমি সত্যিই উত্তেজিত। এ ছবি আমার কাছে খুবই বিশেষ। কবে আমার অনুরাগীরা এই ছবি দেখবেন, সেই অপেক্ষায় রয়েছি। মুম্বাই ও হায়দরাবাদের বিভিন্ন জায়গায় সিকান্দার সিনেমার শুটিং হয়েছে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়