
ছবি : সংগৃহীত
ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’র শুটিং চলাকালে আকস্মিক দুর্ঘটনার কবলে পড়েছেন একদল অভিনেতা-অভিনেত্রী। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আহত অবস্থায় তাদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েব ফিল্মটির নির্মাতা কাজল আরেফিন অমি। তিনি জানান হাউ সুইট এর একটি দৃশ্য শুটিং এর সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিন তারকা আহত হন। তাদের পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অমি বলেন, খুব আনন্দ নিয়ে মজা করে শুট করছিলাম আমরা হাউ সুইট। দুর্ভাগ্যবশত আজকে আমাদের একটি দৃশ্য শুটিং এর সময় স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। অপূর্ব ভাইয়ের আল্লাহ রহমতে বড় কোনো ইনজুর হয়নি, কিন্তু আমাদের পাভেল আর ফারিন ইনজুরড।
তিনি আরও বলেন, ডাক্তার জানায় খুব দ্রুত ওরা সুস্থ হয়ে স্বাভাবিক কাজে ফিরতে পারবে। ওদের জন্য সবাই দোয়া রাখবেন যাতে ওরা দ্রুত সুস্থ হয়ে যায়। আমরা অনেক কষ্ট করে একটা সুন্দর কাজ বানাই, এ কাজটার জন্য আমরা কত কষ্ট করেছি। আর করছি সেটা আপনারা কাজ টা দেখলে বুঝতে পারবেন। আমি সত্যিই কৃতজ্ঞ আমার টিমের সকলের প্রতি, যারা আমার উপর আস্থা রেখে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছেন একটি সুপার কাজ দর্শকদের উপহার দিতে।
আসন্ন ওয়েব কনটেন্টটি প্রসঙ্গে টেনে অমি বলেন, হাসপাতালের বেডে শুয়েও আমার আর্টিস্টরা ভাবছে কিভাবে বাকি কাজগুলো সুন্দর করে শেষ করা যাবে। প্রতিটা ডিপার্টমেন্টের সবাইকে অনেক অনেক ভালোবাসা।
গেল নভেম্বরে শুরু হয় ‘হাউ সুইট’র শুটিং। বরিশাল ছাড়াও ঢাকা ও দেশের কয়েকটি দৃষ্টিনন্দন লোকেশনে এর দৃশ্যধারণ করা হচ্ছে। এতে একটি রোমান্টিক ও একটি আইটেম গান। ফারিণ নয়, আইটেম গানে দেখা যাবে অতিথি শিল্পীকে। ২০২৫ সালের ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ‘হাউ সুইট’।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।