Apan Desh | আপন দেশ

সুখবর দিলেন মিষ্টি জান্নাত

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৩, ১৫ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৪:২৯, ১৫ ডিসেম্বর ২০২৪

সুখবর দিলেন মিষ্টি জান্নাত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত কিছু দিন আগেই আলোচনায় ছিলেন ভিন্ন কারণে। আরেক নায়িকা তমা মির্জার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন তিনি। তবে আপাতত সে সমস্যা মিটে গেছে। বর্তমানে বিদেশে অবস্থান করছেন ঢালিউডের এ সুন্দরী অভিনেত্রী। 

গত কয়েক মাস ধরে সংযুক্ত আরব আমিরাতের  দুবাইতে অবস্থান করছেন মিষ্টি জান্নাত। অবকাশযাপনের পাশাপাশি নিজের ব্যক্তিগত কাজ করছেন তিনি। এবার সেখান থেকেই সুখবর দিলেন এ চিত্রনায়িকা।

দেশের বাইরে থাকলেও কাজের সম্মাননা হিসেবে নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিষ্টি জান্নাত। শিগগিরই দুবাই ও মালয়েশিয়া থেকেও সেরা অভিনেত্রীর পুরস্কার পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন ‘লাভ স্টেশন’ ছবির এ নায়িকা। পাশাপাশি ব্যস্ত আছেন স্টেজ শো নিয়েও। এদিকে সম্প্রতি দুবাইয়ে ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন। স্বাস্থ্য অ্যাসোসিয়েশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

নায়িকার পাশাপাশি মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসকও। বাংলাদেশে রয়েছে তার দন্ত ক্লিনিক। এবার নিউইয়র্কেও ক্লিনিক করার পরিকল্পনা করছেন মিষ্টি।

মিষ্টি জান্নাত বলেন, অবকাশযাপনে বিদেশে এলেও কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছি। এরই মধ্যে কয়েকটি সুখবর পেয়েছি। এ মুহূর্তে নিউইয়র্কে ক্লিনিক দেওর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি। সামনে আরও সুখবর আসছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়