
চিত্রনায়িকা শবনম বুবলী
এক সময় আকাশে উড়তেন। উড়োজাহাজের কেবিন ক্রু থেকে ছোট পর্দায় অভিষেক হয় সংবাদ পাঠিকা হিসেবে। এরপর বড় পর্দায় পা রাখেন ‘বসগিরি’ সিনেমায় অভিনয় করে। গত আট বছরে অনেক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করলেও কখনও নৈতিবাচক চরিত্রে দেখা যায়নি শবনম বুবলীকে।
এবার ভিন্ন এক বুবলীর দেখা মিলবে নৈতিবাচক চরিত্রে। এবারই প্রথম এমন একটি চরিত্রে পর্দায় মাতাতে আসছেন তিনি। সিনেমাটির নাম নাম ‘পিনিক’। এটি নির্মাণ করছেন পরিচালক জাহিদ জুয়েল।
রোববার (১৫ ডিসেম্বর) সিনেমাটির অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন বুবলী। সিনেমার প্রযোজক শিমুল খান জানান জানান, এমন বুবলীকে এর আগে কেউ দেখেনি। একেবারে নতুন, অন্য রকম একজন। পর্দায় তাঁকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এই ছবির একটি চরিত্র ছাড়া সবগুলোই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প।
গত নভেম্বরে কক্সবাজার ও রামুতে শুরু হয় ‘পিনিক’রর শুটিং। সিনেমায় বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন আদর আজাদ। এর আগে ‘তালাশ’ ও ‘লোকাল’ নামে দুটি সিনেমার শুটিং করেছেন দুজনে।
আগামী ২২ ডিসেম্বর ‘পিনিক’র বড় অংশের শুটিং শেষ হবে। এরপর গানের শুটিং দেশের বাইরে করার পরিকল্পনা রয়েছে নির্মাতা জাহিদ জুয়েলের। এটি তার প্রথম সিনেমা। এর আগে নাটক ও বিজ্ঞাপন বানিয়েছেন তিনি।
পরিচালক জানান, ‘পিনিক’ সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার চলচ্চিত্র। আগামী বছরের ঈদুল ফিতরে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।