Apan Desh | আপন দেশ

ভারত জুড়ে দিলজিৎ ঝড়

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:০১, ১৮ ডিসেম্বর ২০২৪

ভারত জুড়ে দিলজিৎ ঝড়

ভারতের পাঞ্জাবি সংগীতশিল্পী দিলজিৎ

ভারত জুড়ে এখন দিলজিৎ-ঝড়। দেশে নানা প্রান্ত মাতছে দিলু-মিনাতির তালে তালে। তবে এর মাঝেই গায়ক দিলজিৎ জানিয়েছে যে পরিকাঠামো উন্নত না হওয়া পর্যন্ত তিনি আর ভারতে কনসার্ট করবেন না। তবে এ নিয়ে দু’রকম তথ্য মিলেছে।

একটি সুত্র জানিয়েছে, তার ঘরানার অনুষ্ঠান করার মতো ব্যবস্থা নাকি ভারতে নেই। অন্য একটি সূত্র বলছে, পরে নাকি দিলজিৎ নিজেই জানিয়েছেন, ভারতে অনুষ্ঠান না করার সিদ্ধান্ত বিষয়ে যা শোনা যাচ্ছে, তা গুজব।

দিলজিৎ যতই অস্বীকার করুন, এর আগে তিনিই পাঞ্জাবি ভাষায় বলেছিলেন, আমাদের এখানে লাইভ অনুষ্ঠানের জন্য উপযুক্ত ব্যবস্থা নেই। অথচ এটিই শিল্পীদের আয়ের অন্যতম প্রধান উপায়। এবং অনেক লোকের রুটিরুজি এ অনুষ্ঠানের উপর নির্ভর করে। এ কারণে তিনি বলেন, পরেরবার চেষ্টা করব, যাতে মঞ্চের চারপাশে দর্শকরা পৌঁছতে পারেন। এ ব্যবস্থা না করে ওঠা পর্যন্ত আমি ভারতে আর কোনো অনুষ্ঠান করব না।

সোশাল মিডিয়ায় তার যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দিলজিৎ বলেছেন, 'এদেশে লাইভ শো করার মতো পরিকাঠামো নেই। আসলে এর নেপথ্যে রয়েছে অর্থর অভাব। আমি বলব লাইভ শো করার সময় স্টেজটা একেবারে মাঝখানে করতে। তাহলে আরও বেশি মানুষ দেখতে ও শুনতে পাবে আমাকে। এটা যদি না হয়, তাহলে আমি আর কোনওদিন ভারতে শো করব না।'

শুধু এ বিষয় নিয়েই দিলজিৎ সমালোচিত হননি। সোশ্যাল মিডিয়ায় পাঞ্জাবের ইংরেজি বানান ভুল লিখেও কটাক্ষের শিকার হয়েছিলেন এ তিনি। দিলজিৎ অবশ্য এ নিয়েও তার অবস্থান পরিষ্কার করেছেন।

দিলজিৎ তার সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসে তিনি জানান, তিনি যদি পাঞ্জাব লেখার পরে জাতীয় পতাকার ছবি না দেন, তা হলেও লোকে ষড়যন্ত্রের গন্ধ পায়। একইভাবে বেঙ্গালুরু সম্পর্কে লিখতে গিয়েও পাঞ্জাবের কথা উল্লেখ করতে হয়। নইলে বিপত্তি। আর আমি যে বানানই লিখি না, পাঞ্জাব বদলাবে না। পাশাপাশি তার পাল্টা কটাক্ষ, আমি জানি, তোমরা থামবে না। বলতেই থাকবে, খুঁজতেই থাকবে। তারপরেও বলব, আমি নিজের দেশকে প্রচণ্ড ভালোবাসি। আসছে ১৯ ডিসেম্বর মুম্বাইয়ে দিলজিতের পরে শো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়