
চাঙ্কির পাণ্ডের কন্যা বলিউড নায়িকা অনন্যা পাণ্ডে
বাবার জীবন যুদ্ধ থেকে অনেক কিছু শিখেছেন অনন্যা পাণ্ডে। যা তাকে মাটিতে পা রাখতে শিখিয়েছে। জন্মের পর থেকেই দেখেছেন, বাবার ক্যারিয়ারের উত্থান পতন। যখন থেকে বুঝতে শিখেছেন অনন্যা দেখেন, বাবা চাঙ্কির পাণ্ডের ক্যারিয়ার ডুবন্ত।
আশির দশকে ক্যালিয়ার শুরু করেন চাঙ্কি। নব্বইয়ের দশকে তারকার তকমা পান চাঙ্কি। অনন্যার জন্ম ১৯৯৮ সালে। সে সময় থেকেই হাতে কাজ কমতে থাকে চাঙ্কির। বাবার জীবনে চড়াই-উতরাই দেখেও অভিনয়কেই পেশা হিসাবে বেছে নেন অনন্যা।
দীর্ঘ পথ পেরিয়ে বলিউডে ধীরে ধীরে নিজের জমি শক্ত করছেন তিনি। চলতি বছরে পর পর তিনটি কাজ মুক্তি পেয়েছে তার। তিনটিতেই প্রশংসা কুড়িয়েছেন অনন্যা। বিশেষ করে ‘সিটিআরএল’ থ্রিলার ফিল্ম এবং ‘কল মি বেই’ কমেডি ড্রামা সিরিজে অভিনয় করে দর্শকমহলে প্রশংসিত হয়েছেন। তবে এ নায়িকা সিনেমার থেকেও বেশি চর্চায় ছিলেন ব্যক্তিজীবন নিয়ে।
বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যায়, আবারও নতুন প্রেমে মজেছেন এই সুন্দরী। তবে এ বিষয়ে মুখে একেবারেই কুলুপ এঁটেছেন তিনি। তবে নতুন বছরের পরিকল্পনা নিয়ে সম্প্রতি কথা বলেছেন অনন্যা। তিনি জানিয়েছেন শারীরিকভাবে থাকবেন ব্যাপক সচেতন।
এক সাক্ষাৎকারে অনন্যা বলেন, এ বছর আমি অনেক ভালোবাসা অনুভব করেছি। আমি চাই এ অনুভূতি চলতে থাকুক এবং ২০২৪ সালে আমি জীবনের মৌলিক বিষয়গুলোতে ফিরে গিয়েছি, যেগুলো আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এরপর ২০২৫ সালে নিজের জন্য কী চাইবেন, এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ভালো স্বাস্থ্য চাই। ২০২৪ সাল ছিল সে বছর যখন আমি নিজের স্বাস্থ্যের গুরুত্ব বুঝতে পেরেছি। তাই নতুন বছর শারীরিকভাবে ব্যাপক সচেতন থাকতে চাই।
সম্প্রতি অনন্যা পান্ডের জন্মদিনে ওয়াকার তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন একটি আবেগপূর্ণ বার্তার মাধ্যমে। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেছিলেন, শুভ জন্মদিন, সুন্দরী। তুমি আমার খুবই বিশেষ একজন। আমি তোমাকে ভালোবাসি, অ্যানি।
বর্তমানে এ অভিনেত্রী ‘কল মি বেই’ কমেডি ড্রামা সিরিজের দ্বিতীয় সিজনের শুটিং করছেন। এ ছাড়া ধর্মা প্রোডাকশন প্রযোজনায় ‘চাঁদ মেরা দিল’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অনন্যা পাণ্ডে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।