
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যাকে এবার বড় পর্দায় দেখা যাবে ভিন্ন এক চরিত্রে। জীবন ও জীবিকার সংগ্রামে নামা এক লড়াকু নারীর ভূমিকায়। চলচ্চিত্রটির নাম ‘প্রিয় মালতী’। শুক্রবার (২০ ডিসেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। তার আগেই এক বিব্রতকর পরিস্থিতিকে পরেছেন ছোট পর্দার এ তারকা।
আট বছর আগে ধর্ষণ ও হত্যার শিকার কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর গ্রাফিতি নিজের সিনেমার পোস্টারে ঢেকে দেয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মেহজাবীন। সামাজিক যোগাযোগমাধ্য ফেসবুকে নিন্দার ঝড় উঠলে সে পোস্টার সরিয়ে ক্ষমা চেয়েছেন এ অভিনেত্রী।
ফেসবুকে মেহজাবীন লিখেছেন, প্রিয় মালতী চলচ্চিত্রের প্রচারণার জন্য একটি টিম আজ (১৮ ডিসেম্বর) টিএসসিতে গিয়েছিলাম। অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায়, প্রচণ্ড ভিড় ও অনিবার্যকারণ বসত পোস্টারিংয়ের ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয়। ভুলবশত ও অনাকাঙ্খিত অব্যস্থাপনায় একটি পোস্টার মরহুমা সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপরে লাগানো হয়ে যায়। আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায়বিচারের জন্য লড়াই এখনও চলমান। পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা তৎক্ষণাৎ সে পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেছি।
২০১৬ সালের ২০ মার্চ রাতে নাট্যকর্মী তনুর মরদেহ কুমিল্লা সেনানিবাস থেকে উদ্ধার করা হয়। সে ঘটনা সারা দেশে আলোড়ন তোলে। সম্প্রতি সোহাগী জাহান তনুর একটি গ্রাফিতি আঁকা হয়েছিল টিএসসিতে।
মেহজাবীন তার পোস্টে বলেন, আমাদের চলচ্চিত্র, আমরা এবং আমাদের সংগ্রামের মূল লক্ষ্যই ন্যায়বিচারের জন্য লড়াই। এটি আমাদের হৃদয় থেকে আসে। আমরা আশা করি, আমাদের অনিচ্ছাকৃত অব্যবস্থপনাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
শাঁখারীবাজারের একটি পরিবারের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে মেহজাবীন অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমাটি। সেখানে নিম্ন-মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। নির্মাতারা জানিয়েছে, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘প্রিয় মালতী’ সিনেমা বানানো হয়েছে। ‘প্রিয় মালতী’ সিনেমাটি এরই মধ্যে দেখানো হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।