
বলিউড নায়িকা কিয়ারা আদভানি
কিয়ারা আদভানি অভিনীত গেম চেঞ্জার সিনেমাটি ঘোষণার পর থেকেই খবরের শিরোনামে আছে। এ বছর দক্ষিণ ভারতীয় সিনেমাগুলোর মধ্যে বহুল প্রতীক্ষিত সিনেমার একটি গেম চেঞ্জার। বর্তমানে সিনেমাটি নিয়ে খুব আলোচনা হচ্ছে। শঙ্কর পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা গেম চেঞ্জারে কিয়ারার চরিত্রটি নতুনভাবে উপস্থাপন করতে চলেছেন পরিচালক।
ছবিতে রামচরণের সঙ্গে স্ক্রিন ভাগ করে কিয়ারা তার চরিত্রে দৃঢ়সংকল্প এবং গুরুত্বের প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করবেন। ইন্ডিয়ান এবং মুথালভানের মতো সিনেমাগুলোতে স্বতন্ত্র ও শক্তিশালী নারী প্রধান চরিত্র উপস্থাপনকারী শঙ্কর গেম চেঞ্জারেও তার স্বতন্ত্র কাহিনির ধারা নিয়ে আসছেন।
কিয়ারা এরই মধ্যে তার ক্যারিয়ারে শক্তিশালী ও সুন্দর চরিত্রে অভিনয় করেছেন, তবে এই সিনেমাটি তার অভিনয় দক্ষতার আরও একটি নতুন দিক তুলে ধরতে চলেছে। যদিও তার চরিত্রের বিস্তারিত এখনো গোপন রাখা হয়েছে।
তবে গণমাধ্যম সূত্রে জানা যায়, এই ছবিতে কিয়ারা গল্পের অগ্রগতি এবং রাম চরণের চরিত্রের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়া তার অভিনয় গল্পের ধারাবাহিকতা বজায় রাখতে এবং সিনেমার চরিত্রগুলো আরও গতিশীল করতে ভূমিকা রাখতে চলেছে।
‘গেম চেঞ্জার’ ভারতীয় চলচ্চিত্রে লিঙ্গভিত্তিক ধ্যান-ধারণাগুলোকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে প্রমাণিত হতে চলেছে। যেখানে নারী চরিত্রকে শুধু পর্দায় উপস্থিতি নয়, প্রকৃত ক্ষমতা এবং স্বাধীনতা দেওয়া হয়েছে। এই সিনেমা অভিনেত্রীর ক্যারিয়ারে নতুন একটি মাত্রা যোগ করতে চলেছে, এমনকি দর্শক এবং সমালোচকরা তার চরিত্রের প্রতি প্রত্যাশা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
শঙ্কর পরিচালিত গেম চেঞ্জার সিনেমাটি মুক্তি পেতে চলেছে ২০২৫ সালে। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমায় রাম চরণ ও কিয়ারা আদভানির পাশাপাশি আরও অভিনয় করেছেন অঞ্জলি, সামুথিরাকানি, শ্রীকান্তসহ আরও অনেকে। সবশেষ কিয়ারাকে দেখা যায় ২০২৩ সালে মুক্তি প্রাপ্ত ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমায়। ছবিটি পরিচালনা করেন সমীর বিদ্বান। চলচ্চিত্রটিতে কিয়ারার বিপরীতে প্রধান চরিত্র অভিনয় করেন কার্তিক আরিয়ান। ৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে ১১৭.৭৭ কোটি রুপি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।