
ফাইল ছবি
শাহরুখ খান, সালমান খানের মতো বলিউডের শীর্ষ তারকাদের সঙ্গে অভিনয় করেছিলেন মমতা কুলকার্নি। করণ-অর্জুন, বাজি, চায়না গেট সহ একাধিক কালজয়ী সিনেমার নায়িকা তিনি। সাফল্যের শীর্ষে থাকাকালীন হঠাৎ করেই সিনেমা জগত ছেড়ে চলে যান এ অভিনেত্রী।
যদিও এর পেছনে ভয়ানক কারণ রয়েছে। ২০১৫ সালে মাদক পাচারের মামলায় জড়িয়ে পড়েছিলেন মমতা। স্বামী ভিকি গোস্বামীর পাশাপাশি ২০০০ কোটি টাকার ড্রাগ মামলায় উঠে এসেছিল মমতার নাম।
সম্প্রতি সেই মামলার রায় দেয় বম্বে হাইকোর্ট। বেকসুর খালাস হন অভিনেত্রী। দীর্ঘদিনের বিরতি কাটিয়ে ইতিমধ্যেই দেশে ফিরেছেন
নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী মমতা। দেশে ফিরেই অজানা নানা বিষয় ভাগ করে নিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভিকি গোস্বামীর সঙ্গে সম্পর্ক এবং মাদক মামলায় নাম জড়ানো নিয়েও কথা বলেছেন এ অভিনেত্রী। মমতা বলেন, ১৯৯৬ সালে ভিকি গোস্বামীর সঙ্গে প্রথম দেখা হয় আমার। আর ১৯৯৭ সালে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল তাকে। এরপর বারো বছর কারাগারে ছিলেন তিনি। ওই সময় আমার সঙ্গে ফের দেখা করতে চান। পরে তার সঙ্গে একবার দেখা করি। তখন আমি আধ্যাত্মিকতায় মনোনিবেশ করেছি। তারপর ২০১২ সালে কুম্ভ মেলায় আমি স্নান করতে যাই এবং ভিকি গোস্বামী কেনিয়ায় চলে যায়।
ভিকি গোস্বামীর সঙ্গে বিয়ের ব্যাপারে এক সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, সবই আমার ভুল ছিল। ১২ বছর ব্রহ্মচর্য জীবন কাটিয়েছি। তখন আমিষও খেতাম না। এটা সত্য যে আমি ভিকি গোস্বামীর সঙ্গে সম্পর্কে ছিলাম। তার প্রতি সবসময় ভালোবাসাও থাকবে। কিন্তু আধ্যাত্মিকতার প্রতি মনোনিবেশ করায় সব শেষ হয়ে গিয়েছিল। তার সঙ্গে কেনিয়াতেও দেখা করেছিলাম। তবে তাকে মাদক মামলায় আমেরিকা নেয়ার পর প্রায় আট বছর হয়েছে, সব যোগাযোগ বন্ধ।
এছাড়া নিজের বিরুদ্ধে উঠা মাদক মামলা প্রসঙ্গে অভিনেত্রী মমতা বলেন, বলুন তো আমার কীসের অভাব ছিল? এসব তো মানুষ টাকার জন্য করে। সেসময় আমার হাতে ১০টি বড় সিনেমার অফার ছিল। তিনটি বাড়ি ও দুটি গাড়ি ছিল। এখন তো বলিউড একদমই ছেড়ে দিয়েছি। আমি মনে করি তখন ভিকি গোস্বামির জন্যই আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল।
এ অভিনেত্রীর ভাষ্যমতে―পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা তার বিরুদ্ধে মামলা করেছিলেন। এমনকি মমতাকে পলাতকও ঘোষণা করেছিলেন। কিন্তু বর্তমানে সে পুলিশ সদস্য কোথায় রয়েছেন, এ ব্যাপারে পুলিশের কাছে কোনো প্রমাণ নেই।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।