Apan Desh | আপন দেশ

ভক্তদের অপেক্ষা করতে বললেন মৌনি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:২১, ২০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৫:২২, ২০ ডিসেম্বর ২০২৪

ভক্তদের অপেক্ষা করতে বললেন মৌনি

বলিউড অভিনেত্রী মৌনি রায়

হিন্দি ধারাবাহিক দেখেন অথচ অভিনেত্রী মৌনি রায়কে চেনেন না, এমন মানুষ বোধহয় খুব কমই আছে। অভিনয় তো বটেই, অনুরাগীদের মধ্যে চর্চা হয় তার শরীরের গড়ন নিয়েও। কী খেলে বা কী ভাবে শরীরচর্চা করলে শরীরের গড়ন মৌনীর মতো হবে সে আকাঙ্ক্ষা অনেক নারীরই আছে। 

বলিউডের এ অভিনেত্রী এবার নতুন সিনেমার খবর দিলেন। নতুন বছরের আগে ভক্তদের অপেক্ষা করতে বললেন মৌনি। বছরের শেষটা নায়িকা নিজের মতো করে উপভোগ করছেন। ছুটির মেজাজে দেশ ও দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এর মাঝেই জানালেন নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ‘সালাকার’ শিরোনামের এ সিনেমাটি পরিচালনা করছেন ফারুক কবির।

সিনেমার খবরটি প্রকাশ করে মৌনি নির্মাতার সঙ্গে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন। এরপর ক্যাপশনে লিখেছেন, মায়েস্ট্রো এবং মিউজ / ২০২৫ এর জন্য প্রস্তুত হন!!!!

অভিনয়ের পরিচয়ের পাশাপাশি মৌনি একজন সফল উদ্যোক্তা। ভারতে তার রেস্তোরাঁ ব্যবসা রয়েছে, যা নিয়েই তার ব্যস্ততা। তবে অভিনেত্রীর নতুন সিনেমার খবর তার অনুরাগীদের আনন্দিত করছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়