
সংগৃহীত ছবি
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে কথা বলেছেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেছেন, বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ-অনুভূতি দুটোই আছে। আমি মনে করি পশ্চিমবঙ্গের অনেকেরই মনে সেটা আছে। তবে সে আবেগ-অনুভূতির জয়গা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক।
মিঠুন চক্রবর্তী বলেন, যেসব সর্তকবার্তা শুনছি, বাংলাদেশের নেতারা যে যা পারছে বলছে। আমি একটাই কথা বলব, ভারতকে খাটো করে দেখবেন না।
তিনি আরও বলেন, বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে। বিশেষ করে বাংলাকে শিখতে হবে। এছাড়া সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে কাজ না করি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।