
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সাধারণ সভায় গান পরিবেশন করছেন একজন।
চোখের আলো নেই। পৃথিবী আঁধারে ঢাকা থাকলেও ওরা ঠিকই অন্যকে আলোকিত করেছে নিজেদের সৃজনশীলতার শৈল্পিকতায়। জগতের সৌন্দর্য উপভোগ করতে পারছে না বলে নিজেদের সুরের সুধা অন্যকে পান করাতে কার্পণ্য করেনি দৃষ্টি প্রতিবন্ধীরা।
সুরের মূর্চ্ছনায় অগণিত শ্রোতাদের বিমোহিত করে দৃষ্টিপ্রতিবন্ধীরা প্রমাণ করলো দৃষ্টিহীনতা মানেই প্রজ্ঞাহীনতা নয়। দেশাত্মবোধক, লালন, আধুনিক ও চলচ্চিত্রের গানসহ বিভিন্ন ধরনের গান গেয়ে নিজেদের অসামান্য প্রতিভার জানান দিলেন দৃষ্টি প্রতিবন্ধীরা। এমন দৃশ্যকল্পই চিত্রিত ছিলো জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সাধারণ সভার সাংস্কৃতিক পর্বে ।
সংগঠনটির জাতীয় সাধারণ পরিষদের সদস্যদের উদ্যোগে সোমবার (২৩ ডিসেম্বর) সংগঠনটির রাজধানীর বকশীবাজারে কার্যালয়ে হয় এ আয়োজন।
সংস্থার চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিকে সভাপতিত্ব করেন। সাধারণ সভার সঞ্চালনায় ছিলেন মহাসচিব আইউব আলী হাওলাদার।
সভায় ২০২৩-২৪ আর্থিক বছরের আয়-ব্যয়, ২০২৪-২৫ অর্থিক বছরের বাজেট অনুমোদনসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় ঢাকা মহানগরীসহ বিভিন্ন জেলা থেকে আসা ৩০০ জন অসহায়, হতদরিদ্র, সুবিধা-বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীর মধ্যে চিকিৎসা সাহায্য, আর্থিক সাহায্য, বয়স্ক ভাতা, বিবাহ সাহায্য, ক্ষুদ্র ব্যাবস্য সাহায্য, পুনর্বাসনের জন্য সেলাই মেশিন, উচ্চ শিক্ষা অর্জনের জন্য শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন অনুদান প্রদান করা হয়।
সভায় অতিথি ছিলেন চকবাজার থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর হাজী মোঃ আনোয়ার পারভেজ বাদল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ মোকলেচুর রহমান, ভাইস চেয়ারম্যান মাধব চন্দ্র সরকার, যুগ্ম মহাসচিব এস এস ইউনুসুর রহমান, সহকারী মহাসচিব মোঃ মনিরুল ইসলাম, সাংগঠনিক সচিব আবু আলেম মাতবর, মহিলা বিষয়ক সচিব সাফিয়া বেগম, মোসা. নারগিস ইসলাম ও কার্যনির্বাহী সদস্য গফফার হোসেন, মো. রিপন, মো. আলী, মিলন আক্তার, মাসুদ আনোয়ার খান, মো. আনোয়ার দেওয়ান, জরিনা খাতুন, মো. মোকলেসুর রহমান, আ. মালেক তালুকদার প্রমূখ।
সংস্থার মহাসচিব আইউব আলী হাওলাদার অন্তবর্তীকালীন সরকারের কাছে চার দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো- ১) সংস্থার প্রধান কার্যালয় ৬, অরফানেজ রোড, বকশিবাজারের বাড়িটি বিনামূল্যে স্থায়ীভাবে বরাদ্ধ প্রদান। ২) প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি, ৩) যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, ৪) অসহায়,হতদরিদ্র, সুবিধা বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের ভিক্ষাবৃত্তির কবল থেকে মুক্ত করে তাদের ছেলে-মেয়ে, ভাই-বোন যে কাউকে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।