Apan Desh | আপন দেশ

সিলেটে বিপিএলের মিউজিক ফেস্ট আজ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১০:৪৯, ২৫ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১০:৫০, ২৫ ডিসেম্বর ২০২৪

সিলেটে বিপিএলের মিউজিক ফেস্ট আজ

সংগৃহীত ছবি

বিপিএলের গত আসরের সমাপনী আয়োজন মাতিয়েছিলেন জেমস। এবারের বিপিএলেও তার উপস্থিতি থাকবে। এমন গুঞ্জন ছড়িয়েছিল দিন পনেরো আগে। সে সময় নগর বাউলের পক্ষ থেকে জানানো হয়, এটা গুজব। তাদের সঙ্গে এ বিষয়ে কোনো কথা হয়নি। তবে ২৩ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী আয়োজনে রাহাত ফতেহ আলীর পারফরম্যান্সের পর বিসিবি কর্তৃপক্ষ নিশ্চিত করল, জেমস থাকছেন এ আসরে।

ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হয় ‘বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট’। এ ফেস্টের মধ্য দিয়ে বিপিএলের উন্মাদনা শুরু হয়ে গেল। ৩০ ডিসেম্বর বিপিএল মাঠে গড়ানোর আগে আরও দুটি কনসার্ট অনুষ্ঠিত হবে। একটি সিলেটে, অন্যটি চট্টগ্রামে। প্রতিবার উদ্বোধনী অনুষ্ঠান কেবল ঢাকাকেন্দ্রিক হলেও এবার সেটাকে তিন ভেন্যুতে ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিপিএল মিউজিক ফেস্টের দ্বিতীয় পর্বটি হবে আজ ২৫ ডিসেম্বর বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে। এ পর্বের প্রধান আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন নগর বাউল জেমস। তার সঙ্গে থাকবেন আসিফ আকবর, মুজা, সঞ্জয় ও তোশিবা।

ইতিমধ্যে কনসার্টের টিকিটের মূল্যও প্রকাশ করেছে বিসিবি। টিকিটের সর্বনিম্ন মূল্য ৫০০ টাকা। এ টিকিটে দর্শকেরা স্টেডিয়ামের গ্যালারিতে বসে কনসার্ট দেখতে পারবেন। সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকার প্লাটিনাম ক্যাটাগরির টিকিট। অন্যদিকে সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে ১ হাজার ৫০০ টাকা।

বেলা আড়াইটা থেকে দর্শকদের জন্য খুলে দেয়া হবে স্টেডিয়ামের প্রবেশ গেট। খোলা থাকবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। অনলাইনে টিকিফাইতে কেনা যাবে মিউজিক ফেস্টের টিকিট। এ ছাড়া দর্শকেরা সরাসরি টিকিট কিনতে পারবেন সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকিট বুথেও মিলবে এ কনসার্টের টিকিট।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়