সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর
সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুরের ভক্তদের জন্য সুখবর! সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, জাহ্নবী কাপুরকে কোলে করে নিয়ে যাচ্ছেন সিদ্ধার্থ মালহোত্রা। যা ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। এখন প্রশ্ন হল, সিদ্ধার্থের কোলে জাহ্নবী কী করছেন? ভক্তরাও জানতে চান কিয়ারা আদভানি এটা দেখে কী বলবেন। কিন্তু শিখর পাহাড়িয়াকে ছেড়ে সিদ্ধার্থের কোলে কী করছেন জাহ্নবী? এর পিছনে একটি বড় কারণ রয়েছে। কারণ হল তাদের আসন্ন ছবি ‘পরম সুন্দরী’।
ছবির গল্পে সিদ্ধার্থ মালহোত্রা অভিনয় করছেন উত্তর ভারতের ছেলে পরম চরিত্রে। জাহ্নবী কাপুর দক্ষিণ ভারত থেকে আসা সুন্দরী নামক একটি মেয়ের চরিত্রে অভিনয় করছেন। তাদের মধ্যে কীভাবে সম্পর্কের সৃষ্টি হয় সে নিয়ে ছবির গল্প। যদিও এর আগে এমন গল্প নিয়ে সিনেমা নির্মিত হয়েছে। তবে দীনেশ ভিজন ও তুষার জালোটা নতুন আঙ্গিকে এ গল্প বলার চেষ্টা করছেন। আগামী বছরের ২৫ জুলাই মুক্তি পাবে ‘পরম সুন্দরী'।
ম্যাডক ফিল্মস ২০২৪ সালে একের পর এক সফল চলচ্চিত্র তৈরি করেছে। যার মধ্যে ছিল হরর এবং হাস্যরসাত্মক ‘মুঞ্জ্যা’, ফ্র্যাঞ্চাইজি কন্টিনিউয়েশন ‘স্ত্রী-২’, থ্রিলার ‘সেক্টর ৩৬’, ‘হু-ডান্নিত’ ও ‘মার্ডার মুবারক’।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।