Apan Desh | আপন দেশ

সমালোচনার জবাবে যা বললেন জেফার

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫০, ২৫ ডিসেম্বর ২০২৪

সমালোচনার জবাবে যা বললেন জেফার

গায়িকা ও অভিনেত্রী জেফার রহমান

মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে স্বরণকালের বড় এক কনসার্ট হয়েছে। ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামের সে কনসার্টে সংগীত পরিবেশন করে সমালোচনার মুখে পড়েন ‘ঝুমকা’ খ্যাত গায়িকা ও অভিনেত্রী জেফার রহমান। 

সামাজিক যোগাযোগমাধ্যমে তার পারফরমেন্সের কিছু খণ্ড ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় ট্রল। অনেকে মন্তব্য করেছেন, গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন জেফার। শুধু তাই নয়, কেউ আবার এক ধাপ এগিয়ে তাকে অটো-টিউন শিল্পী বলেও বিদ্রুপ করছেন।

দেরিতে হলে সেসব সমালোচনার জবাব দিলেন জেফার। ফেসবুক নিজের পেজে এক স্ট্যাটাসে তিনি বলেন, নিউজগুলা দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি একাই নাচি নাই। আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচল, গলা মিলিয়ে গানও গাইল, ওই ভিডিও কেন জানি আপনাদের নিউজে নাই।

সবার আগে বাংলাদেশ কনসার্টে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেফার বলেন, আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। সবার আগে বাংলাদেশ কনসার্টটি আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট ছিল। সামনে আরও অনেক কনসার্টে গান হবে এবং ভালো করে নাচও হবে আপনাদের সঙ্গে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়