জয়া আহসান। ফাইল ছবি
২০২৪ সালে শেষ হচ্ছে মুক্তিযুদ্ধের সিনেমা দিয়ে। আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘নকশি কাঁথার জমিন’। ঢাকায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার, চট্টগ্রামের বলি আর্কেড শাখা আর কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে ছবিটি মুক্তি দেয়া হয়েছে।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের কথা তুলে আনা হয়েছে এ সিনেমায়। নির্মাণ করেছেন আকরাম খান।
গল্পে দেখা যাবে দুই বোন রাহেলা ও সালেহার বিয়ে হয় একটি পরিবারের দুই ভাই জবর ও সবরের সঙ্গে। মুক্তিযুদ্ধের সময় জবর যোগ দেয় রাজাকার বাহিনীতে, কিন্তু তার ছেলে সাহেবালি অংশ নেয় মুক্তিবাহিনীতে। অন্য দিকে সবর যোগ দেয় মুক্তিবাহিনীতে, কিন্তু তার ছেলে রাহেলিল্লাহ নাম লেখায় রাজাকার বাহিনীতে। পরিবারের পুরুষদের এ দ্বন্দ্বের মাঝে দুই নারীর নির্বাক প্রতিবাদ আর সংগ্রামের গল্প নকশি কাঁথার জমিন। দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি, দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসান। আরও আছেন দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ।
নকশি কাঁথার জমিন দিয়ে দেশের হলে নয় মাস পর সিনেমা মুক্তি পাচ্ছে জয়া আহসানের। গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল জয়ার ‘পেয়ারার সুবাস’ সিনেমাটি। নকশি কাঁথার জমিন নিয়ে আশাবাদী জয়া। বিশেষ করে বিজয়ের মাসে সিনেমাটি মুক্তি পাওয়ায় আনন্দিত এ অভিনেত্রী। জয়া বলেন, ‘বিজয়ের মাসে নকশি কাঁথার জমিন মুক্তি পাচ্ছে, এটা আমাদের জন্য ভীষণ রকম আনন্দের। আমি চাইব, এ প্রজন্মের মানুষ যারা আছেন, তারা সিনেমাটি দেখুক। আগের প্রজন্ম তাদের জন্য কী করে গেছেন, কীভাবে আমাদের দেশটার মানচিত্র তৈরি হলো; কত রক্ত, ঘাম, শ্রম এর পেছনে আছে, সেটা যদি তারা দেখতে চান, গণমানুষের যে অংশগ্রহণ ছিল, সেটা যদি দেখতে চান, তাহলে এই সিনেমা দেখুন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।