Apan Desh | আপন দেশ

ইটিভি-সিজেএফবির আজীবন সম্মাননা পেলেন শফিক রেহমান 

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৫, ২৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২২:১৭, ২৮ ডিসেম্বর ২০২৪

ইটিভি-সিজেএফবির আজীবন সম্মাননা পেলেন শফিক রেহমান 

বক্তব্য দিচ্ছেন আজীবন সম্মাননা প্রাপ্ত সাংবাদিক শফিক রেহমান। ছবি: আপন দেশ

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো একুশে টেলিভিশন সিজেএফবি অ্যাওয়ার্ড ২০২৩। স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে  চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত ও নাচসহ সংস্কৃতির  বিভিন্ন শাখায় সেরাদের এ পুরস্কার প্রদান করা হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর অভিজাত একটি পাঁচতারকা হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এ আয়োজন। 

বরেণ্য সাংবাদিক ও লাল গোলাপখ্যাত উপস্থাপক শফিক রেহমানকে অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয়। শফিক রেহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম।

শফিক রেহমান বলেন, আমাদের সাংস্কৃতিক অঙ্গন দূর্বল হয়ে যাওয়াতে স্বৈরাচার আমাদের উপর নিপীড়ন চালাতে পেরেছিলো। সংস্কৃতির শক্তি যতবেশি হবে স্বৈরাচারের শক্তি তত কমে যাবে। দীর্ঘ আট বছর আমাকে লাল গোলাপ করতে দেওয়া হয়নি। তিনবার আমাকে দেশত্যাগ করতে বাধ্য করা হয়েছিলো। এরমধ্যে একবার মুক্তিযুদ্ধের পর, একবার নব্বই সালে আর শেষ বার আওয়ামী লীগ শাসনামলে। আমাকে আড়াই বছর জেলে রাখা হয়েছিলো। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেলাম সে বাংলাদেশে সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে হবে। ভারতকে বিট দেয়ার মতো সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে।

এ বছর ফারাক্কা চুক্তির ৫০ বছর মেয়াদ শেষ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভারতের সঙ্গে নতুন কোনো চুক্তি করতে হলে আমাদের ভাবতে হবে সেখানে আমাদের স্বার্থ কতটুকু?

এসময় তিনি নিজের জেল জীবনের কথা উল্লেখ করে বলেন, কারাগারের বাইরে লেখা থাকে ‘রাখিবো নিরাপদ দেখাবো আলোর পথ’ আমার মতে লেখাটা হওয়া উচিত ‘রাখিবো বিপদে দেখিবো টাকার পথ’। 

শফিক রেহমান বলেন, আমার সোনার বাংলা জাতীয় সংগীত না হয়ে জাতীয় সংগীত হওয়া উচিত ‘ধন ধান্যে পুস্পে ভরা আমাদের এই বসুন্ধরা’।

অনুষ্ঠানে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন সংগীতশিল্পী বেবী নাজনীন, অভিনেত্রী জয়া আহসান, সাংবাদিক ফাহিম আহমেদ, মার্কেটিং ব্যক্তিত্ব সৈয়দ আলমগীর। 

এছাড়া সেরা গীতিকার হিসেবে পুরস্কৃত হয়েছেন আসিফ ইকবাল ও মাহমুদ মানজুর, সেরা সুরকার প্রিন্স মাহমুদ, বেস্ট সিঙ্গার ফিমেল ন্যান্সি ও কোনাল, বেস্ট সিঙ্গার মেইল রিয়াদ ও তানজীব সারোয়ার। 

আরও পুরস্কার পেয়েছেন মেহজাবিন চৌধুরী, এফ এস নাঈম প্রমুখ। মনোজ্ঞ এ আয়োজনের সাংস্কৃতিক পর্বে অংশ নেয় চলচ্চিত্র, টেলিভিশন, নৃত্য ও সংগীতের তারকাশিল্পীরা

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়