Apan Desh | আপন দেশ

নায়িকার গাড়ির চাপায় মেট্রো শ্রমিক নিহত

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৫২, ২৯ ডিসেম্বর ২০২৪

নায়িকার গাড়ির চাপায় মেট্রো শ্রমিক নিহত

নায়িকা ঊর্মিলা কানেতকর।

মুম্বইয়ের কান্দিভালি এলাকায় বেপরোয়া গতির গাড়ির চাপায় এক মেট্রো শ্রমিক নিহত হয়েছেন। আরেকজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মারাঠি অভিনেত্রী ঊর্মিলা কানেতকর সিনেমার শুটিং শেষ করে বাড়ি ফিরছিলেন। তার গাড়ি চালাচ্ছিলেন চালক। অভিনেত্রী তখন গাড়ির ভিতরে ঘুমাচ্ছিলেন। এ সময়ই ঘটে দুর্ঘটনাটি—গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। ফলে চালক নিয়ন্ত্রণ হারান। গাড়ি দু’জন মেট্রো শ্রমিকের ওপর তুলে দেন।

ঘটনাস্থলেই এক শ্রমিক মারা যান। আরেকজন গুরুতর আহত হন। আহত শ্রমিককে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অভিনেত্রী ও তার ড্রাইভারেরও কিছুটা চোট লেগেছে। তবে তাদের আঘাত গুরুতর নয়। গাড়ির এয়ারব্যাগের কারণে অভিনেত্রী রক্ষা পেয়েছেন বলে জানা গেছে।

এদিকে এ ঘটনার জেরে তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশও তদন্তে নেমেছে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়