Apan Desh | আপন দেশ

যৌন হয়রানির অভিযোগে অভিনেতা গ্রেফতার 

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৩, ২৯ ডিসেম্বর ২০২৪

যৌন হয়রানির অভিযোগে অভিনেতা গ্রেফতার 

অভিনেতা চারিথ বালাপ্পা।

কর্ণাটক পুলিস জনপ্রিয় কন্নড় টিভি সিরিয়াল অভিনেতা চারিথ বালাপ্পাকে গ্রেফতার করা হয়েছে। অভিনেতার বিরুদ্ধে ব্যক্তিগত ভিডিয়োতে যৌন হয়রানি ও ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে। ২৯ বছর বয়সী এক অভিনেত্রী তার বিরুদ্ধে এ অভিযোগ করেন। পুলিশ জানায়, রাজরাজেশ্বরী নগর থানায় এ অভিযোগের ভিত্তিতে অভিনেতাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত চারিথ বালাপ্পা তাকে শারীরিক সম্পর্কের জন্য চাপ দেন। মানসিকভাবে নির্যাতন করেন। তাকে মৃত্যুর হুমকিও দেন তিনি। তার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখান।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত অভিনেতা চারিথ বালাপ্পা তার কিছু সহযোগীর সঙ্গে নির্যাতিতার বাড়ির কাছে এসে সমস্যা তৈরি করত। তাকে শারীরিক সম্পর্কের জন্য বাধ্য করার চেষ্টা করত। অভিনেতা হুমকি দিয়েছিল যদি অভিনেত্রী তার কথা মেনে না নিলে তার ভিডিও-ছবি সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবেন।

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত চারিথ বালাপ্পাকে গ্রেফতার করেছে। অন্যান্য তথ্য অনুসন্ধান করছে। পুলিশ অভিযুক্তের সহযোগীদেরও ধরার চেষ্টা করছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়