অভিনেত্রী ইধিকা পাল।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে 'প্রিয়তমা' সিনেমায় অভিনয় করে পরিচিতি পাওয়া ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। এরপর তিনি একের পর এক সিনেমায় কাজ করে সাফল্য লাভ করেছেন। 'খাদান' সিনেমার মাধ্যমে টলিউডেও তার অবস্থান শক্ত হয়েছে।
ইধিকার পথচলা ছোট পর্দা দিয়ে শুরু হলেও শাকিব খানের 'প্রিয়তমা' ও দেবের 'কিশোরী' সিনেমার মাধ্যমে তিনি দুই পরিচয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে কখনো তেমন আলোচনা হয়নি ইধিকার। তবে তার জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে ভক্তদের কৌতূহলও বাড়তে শুরু করেছে।
এখন শোনা যাচ্ছে, টলিপাড়ার খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে বেশ কিছু সময় কাটাচ্ছেন ইধিকা। সম্প্রতি তারা হিমাচলের ছিটকুলে একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন। তবে তাদের সঙ্গী ছিলেন কয়েকজন বন্ধু-বান্ধবও। দু'জনের পাহাড়ের ওপর কাটানো কিছু মুহূর্তের ছবি ঘিরে নানা গুঞ্জন শুরু হয়েছে। বেশিরভাগ নেটিজেনের প্রশ্ন ইধিকা কি প্রেম করছেন তথাগত ঘোষের সঙ্গে?
এর আগে তথাগত ঘোষের নাম বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে, যেমন অনুষা বিশ্বনাথন ও প্রিয়াঙ্কা সরকার। তবে কখনো তারা সরাসরি এসব সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তথাগত ও অনুষা একসঙ্গে বেশ কিছু জায়গায় ক্যামেরাবন্দি হয়েছেন। আর এখন নতুন প্রেমের গুঞ্জন উঠেছে ইধিকা নিয়ে। তবে ইধিকা নিজের প্রেম জীবন নিয়ে এখনো পর্যন্ত কিছু বলেননি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।