অভিনেত্রী জান্নাতুল পিয়া
মাহিয়া মাহি, পরীমণি, শবনম বুবলীসহ দেশের বেশ কয়েকজন শোবিজ তারকা জড়িয়েছেন অনলাইন জুয়া কাণ্ডে। এবার সে তালিকায় নাম উঠল মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়ার।
পিয়া জান্নাতুল নামে শোবিজ ও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এ তারকাকে বিপিএল ঘিরে একটি অনলাইন জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতায় নির্মিত অনুষ্ঠানে কথা বলতে দেখা গেছে।
বিষয়টি নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে পিয়া জান্নাতুল বলেন, আমি একজন ক্রিকেটপ্রেমী। বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলতে ভালোবাসি। আমি শুধু ক্রিকেট নিয়ে পোস্ট করেছি। যা ক্রিকেট সম্পর্কে আমার ভালোবাসা প্রকাশ করে।
জানা গেছে, পিয়া জান্নাতুল যে জুয়ার অ্যাপের টি–শার্ট পরে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তা বাংলাদেশের সেরা জুয়ার এজেন্টদের একটি। এটি প্রায় ১০ বছর আগে চালু হয়।
এদিকে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল বা অ্যাপ বা ডিভাইস তৈরি করেন বা পরিচালনা করেন বা জুয়া খেলায় অংশগ্রহণ করেন বা খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান করেন বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ করেন, তা হবে ঐ ব্যক্তির অপরাধ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।