প্রার্থনা ফারদিন দীঘি: ফাইল ছবি
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টিগুলো নিয়ে বহু নাটক ও চলচ্চিত্র নির্মিত হয়েছে। এসব চিত্রকর্মে অভিনয় করে অনেক অভিনেত্রী রবীন্দ্রনাথের নায়িকা হিসেবে খ্যাতি অর্জন করেছেন। বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা, অপি করিম, তারিন, জয়া আহসানের পাশাপাশি ভারতীয় সিনেমায় মাধবী মুখার্জি, কঙ্কণা সেন, স্বস্তিকা মুখার্জি, পাওলি দামের মতো অভিনেত্রীরা রবীন্দ্রনাথের নায়িকা হয়ে মুগ্ধতা ছড়িয়েছেন।
নতুন প্রজন্মের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি এবার বড় পর্দায় রবীন্দ্রনাথের গল্পের নায়িকা হিসেবে আসছেন। চলচ্চিত্র নির্মাতা সাদেক সিদ্দিকীর নির্দেশনায় নির্মিতব্য ‘দেনা পাওনা’ সিনেমায় দীঘি অভিনয় করবেন নিরুপমা চরিত্রে। সিনেমাটি ২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদানে নির্মাণ হচ্ছে।
দীঘি জানান, গত দুই বছর ধরেই এ সিনেমায় কাজ নিয়ে আলোচনা হচ্ছিল। যখন সাদেক সিদ্দিকী আঙ্কেলের কাছ থেকে গল্পটি বিস্তারিত শুনি, তখন বুঝতে পারি নিরুপমা চরিত্রটি অভিনয়ের জন্য দারুণ একটি সুযোগ। এটি আমার শিল্পীসত্তাকে তৃপ্তি দেবে। তাছাড়া রবীন্দ্রনাথের গল্পের নায়িকা হওয়াটা সত্যিই স্বপ্নপূরণের মতো।
‘দেনা পাওনা’ সিনেমার চিত্ররূপ ও সংলাপ রচনা করেছেন মিরণ মহিউদ্দিন, আর চিত্রনাট্য করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী নিজেই।
পরিচালক জানান, আগামী ২৩ জানুয়ারি রাজধানীর অদূরে হোতাপাড়া খতিব খামার বাড়িতে সিনেমার শুটিং শুরু হবে। যা টানা কয়েকদিন ধরে চলবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।