Apan Desh | আপন দেশ

রহস্য-প্রতিশোধের গল্প নিয়ে আসছে ‘টগর’

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৫, ২ জানুয়ারি ২০২৫

রহস্য-প্রতিশোধের গল্প নিয়ে আসছে ‘টগর’

সংগৃহীত ছবি

নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীদের জন্য চমক নিয়ে হাজির হয়েছেন পরিচালক আলোক হাসান। রক্ত, প্রতিশোধ ও রহস্যে ঘেরা তার নতুন চলচ্চিত্র ‘টগর’। সিনেমার এক ঝলক প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।

টিজারে দেখা যায়, এক হিংস্র ব্যক্তি একটি নিথর দেহের পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। আর পাশেই দাঁড়িয়ে ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে এক তরুণী। তার দিকে এগিয়ে আসছে এক অস্ত্রধারী। এমন রহস্যে ঘেরা থ্রিল দিয়েই তৈরি হয়েছে ‘টগর’। 

নির্মাতা আলোক হাসান জানান, নতুন বছরের চমক হিসেবে আসছে ‘টগর’ সিনেমা। রক্ত আর প্রতিশোধের গল্পে সিনেমাটির শ্যুটিং শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।

জানা গেছে, সিনেমাটির কনসেপ্ট তৈরি করেছে এআর টিম আর সংলাপ লিখেছেন মামুনুর রশীদ তানিম। বছরের প্রথম দিনেই এসেছে ‘টগর’ ছবির অ্যানাউন্সমেন্ট টিজার। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আদর আজাদ। তার বিপরীতে প্রথমবারের মত অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দিঘী।

আদর আজাদ বলেন, এ প্রথম এমন একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে। এটা ভিন্ন কিছু হতে যাচ্ছে।

নায়িকা দিঘী বলেন, গল্পটা অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।

আপন দেশ/এমবি


 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়