বলিউড নায়িকা ইলিয়ানা ডি’ক্রুজ
নতুন বছরের প্রথম দিনই ভক্তদের চমকে দিলেন ইলিয়ানা ডি'ক্রুজ। নতুন বছরের শুভেচ্ছা জানাতে একটি ভিডিও পোস্ট করেছেন ‘বরফি’ খ্যাত এ অভিনেত্রী। সেখানে বলিউড নায়িকার স্পষ্ট ইঙ্গিত তিনি ফের গর্ভবতী! কীভাবে ২০২৪ তার মাতৃত্বের সফর কেটেছে এবং আগামি অক্টোবরে ফের মা হবেন, এমনই আভাস দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী মাইকেল ডোলান ও পুত্রকে নিয়ে ভিডিও শেয়ার করেছেন ইলিয়ানা। যেখানে ইলিয়ানাকে ‘প্রেগন্যান্সি টেস্ট কিট’ দেখাতে দেখা গিয়েছে। যা দেখে সকলের মনেই একটাই প্রশ্ন, তবে কি নতুন অতিথি আসা এখন কেবল সময়ের অপেক্ষা? ভক্তদের কাছ থেকে অভিনন্দনও পাচ্ছেন তিনি। অনেকে লিখেওছেন, ২০২৫ সালে নতুন অতিথি আসতে এখন কেবলই সময়ের অপেক্ষা।
২০২৩ সালে প্রথম সন্তান আসে তাদের ঘরে। ছেলের নাম রেখেছেন কোয়া ফিনিক্স ডোলান।
২০২৩ সালের এপ্রিলে ইলিয়ানা ইনস্টাগ্রামে তার প্রথম গর্ভাবস্থার খবর ঘোষণা করার পর কম বিতর্ক দানা বাঁধেনি। তিনি লেখেন, শিগগিরই আসছি। তোমার সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না, আমার ছোট্ট সোনা। সন্তানের বাবা কে? তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ইলিয়ানাকে। কারণ ইলিয়ানা আদৌ বিবাহিত কিনা বা তার সঙ্গীর নামও কেউ জানতেন না। যদিও লোকের কথায় কান দেননি ইলিয়ানা। বরং গর্ভাবস্থাকে চুটিয়ে উপভোগ করেছেন।
সে সময় অনেকেই ভেবেছিলেন ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইলিয়ানা, তিনিই হয়ত তার সন্তানের বাবা। কারণ, এর আগে ক্যাটরিনার ভাইয়ের সঙ্গে ছুটি কাটাতেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে পরে সকলের ভুল ভাঙেন অভিনেত্রী। ছেলের জন্মের পর নিজের গোপন বিয়ে নিয়ে মুখ খোলে। ২০২৩ সালে চুপচাপ বিয়ে করেন ইলিয়ানা ও মাইকেল।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।