ছবি: আপন দেশ
সেমিনার ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে জন্মদিনে কবি আহসান হাবীবকে স্মরণ করলো বাংলা অ্যাকাডেমি।
আহসান হাবীবের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকেলে অ্যাকাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
অনুষ্ঠানে ‘আহসান হাবীবের কবিতা: একটি উত্তর ঔপনিবেশিক পাঠ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সোহানা মাহবুব।
বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সভাপতিত্বে সভায় আলোচক ছিলেন কবি শামসেত তাবরেজী ও কবি তুষার দাশ।
অনুষ্ঠানে আহসান হাবীবের কবিতা থেকে আবৃত্তি করেন ইকবাল বাহার চৌধুরী।
ড. সোহানা মাহবুব বলেন, বাংলাদেশের চল্লিশের দশকের শক্তিমান কবি আহসান হাবীব। কবি হিসেবে আত্মপ্রকাশের পর তাকে একটি নয়, দুটো উপনিবেশী শক্তির মুখোমুখি হতে হয়েছে। ঔপনিবেশক শক্তির আগ্রাসন সাধারণত ব্যক্তিচেতনায় ভয়াবহ ক্ষতের জন্ম দেয়। একজন সংবেদনশীল কবি হিসেবে আহসান হাবীবকেও যে নিশ্চিতভাবে সেই ক্ষত বহন করতে হয়েছে, তার কবিতায় গভীরভাবে এর প্রকাশ পাওয়া যায়। কবিতায় তিনি এমন এক অবিনাশী অস্ত্র প্রত্যাশা করেছেন, যে অস্ত্র উত্তোলিত হলে ঘৃণা বিদ্বেষ অহংকারকে বার বার পরাজিত হবে, যে অস্ত্র আধিপত্যবাদের কর্তৃত্বকে নিশ্চিহ্ন করে দেবে। কবি মনে করেন সে অবিনাশী অস্ত্রের নাম ‘ভালোবাসা’।
আলোচকরা বলেন, আহসান হাবীব এক দূরগামী কবি। তিনি তার সময়ের মধ্যে তীব্রভাবে ছিলেন। সময়ের স্বর তার কবিতায় বিশুদ্ধ ভাষা পেয়েছে। আবার নিজ সময়কে ছাপিয়ে তিনি সময়াতীত সুদূরের স্বপ্ন বুনন করেছেন তার কবিতায়। আহসান হাবীবের অভিযাত্রা নিঃসঙ্গ এবং নিঃশঙ্ক। তিনি তার কবিতা ও সামগ্রিক সাহিত্যকর্মে আপামর মানুষের যাপন, সংগ্রাম, সংকট নানা রীতিতে ভাস্বর করেছেন।
বাংলা অ্যাকাডেমিকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, আহসান হাবীব সম্পর্কে আমাদের সুদীর্ঘ নীরবতা ভেঙে বাংলা অ্যাকাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে একটি জরুরি কাজ সম্পাদন করেছে।
অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, আহসান হাবীব বাংলাদেশে সবসময়ই একজন পঠিত ও আলোচিত কবি।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।