মুশফিক ফারহান।
জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) রাতেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তর করা হয়। পরে আরও উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, তিনি জ্বর ও শরীরব্যথায় ভুগছিলেন। যার কারণে তার অবস্থা খারাপ হয়ে যায়।
চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখন আশঙ্কামুক্ত। আইসিইউতে চিকিৎসা চলাকালীন তিনি এখন অনেকটাই সুস্থ। দু-এক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তরিত করা হতে পারে।
আজ অভিনেতা মুশফিক আর ফারহানের অভিনেত্রী সাফা কবিরের সঙ্গে একটি নাটকের শুটিং ছিল। কিন্তু তার অসুস্থতার কারণে শুটিংটি বাতিল করা হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।