Apan Desh | আপন দেশ

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৮, ৫ জানুয়ারি ২০২৫

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

সংগৃহীত ছবি

বিচ্ছেদের সব গুঞ্জন উড়িয়ে একসঙ্গে দেখা গেল বলিউডের জনপ্রিয় দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে। তাদের সঙ্গেই ছিলেন মেয়ে আরাধ্যা।

এ দুজনের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই চলে নানা চর্চা। এমনকী আলোচনা বিচ্ছেদ পর্যন্ত গড়ায়। এ বার দম্পতি এ ধরনের মিথ্যে গুজবের উপযুক্ত জবাব দিয়েছেন বলা চলে। কারণ তাদের একটি ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে সকলেই বলছেন যা রটেছে তার পুরোটাই গুজব।

দম্পতিকে নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা আলোচনা। অনেকেরই মনে হয়েছিল এই দম্পতির সাংসারিক বেশ কিছু সমস্যাও চলছে। তাদের পথ আলাদা হতে চলেছে। যদিও কিছুদিন আগে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের মেয়ে আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে।

তারপরেও কিছু সমালোচকের মত, সম্ভবত মেয়ের জন্যই দু’জনে এক হয়েছেন। তবে যাঁরা দম্পতি সম্পর্কে নেগেটিভ মন্তব্য করেন, বা বিবাহ বিচ্ছেদের কথা বলেন, এ ভিডিয়োগুলো তাদের জন্য উপযুক্ত জবাব। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো রীতিমতো ভাইরাল। যেখানে শুধু ঐশ্বর্য বা আরাধ্যকেই নয়, অভিষেক বচ্চনকেও দেখা গিয়েছে তাদের সঙ্গে। স্ত্রীর জন্য গাড়ির দরজা ধরে দাঁড়িয়ে থাকলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় এ ভিডিয়ো প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিলেন। ভাইরাল হওয়া এই ভিডিয়োটি নিয়েও নানা মুনির নানা মত। 

কেউ বলেছেন, দু’জনের সবকিছু ঠিকই আছে। এটা প্রমাণিত। কারও মতে, আশ্চর্য সুন্দর জুটি আপনারা। ঈশ্বর এভাবেই ভালো রাখবে সারাজীবন।

অভিষেকও হাসিমুখে বিমানবন্দর থেকে বেরিয়ে এসে পাপারাজ্জিদের হাত জোড় করে নতুন বছরের শুভেচ্ছা জানান। তারপর একই গাড়িতে বাড়ির উদ্দেশে রওনা দেন তারা।

আপন দেশ/এমবি


 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়