Apan Desh | আপন দেশ

তাহসান আমার কাছে বিশ্বাস-সম্মান চেয়েছে: রোজা

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৯, ৫ জানুয়ারি ২০২৫

তাহসান আমার কাছে বিশ্বাস-সম্মান চেয়েছে: রোজা

মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ ও তাহসান খান।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একাধিক বিয়ের ছবি শেয়ার করলেন মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ। ছবিতে স্বামী তাহসান খান ও রোজা দু’জনই বিয়ের সাজে রয়েছেন। গোলাপি রঙের শেরওয়ানি ও শাড়িতে মোহমীয় সাজে তারা অনেকটা জীবনের নতুন পথচলায় এক হয়ে অভ্যস্ত হয়েছেন।

রোববার (০৫ জানুয়ারি) দুপুরে তাহসানের সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন রোজা। 

ছবিগুলোর ক্যাপশন দিয়ে রোজা লিখেছেন, আমি চমৎকার একজন মানুষ খুঁজে পেয়েছি। সে আমার কাছে বিশ্বাস, সম্মান ও বন্ধুত্ব চেয়েছে। আমি তাকে ওয়াদা করেছি ও একটি ঘর দিয়েছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।

৪ জানুয়ারি রাতে ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাহসান-রোজার বিয়ে সম্পন্ন হয়। পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এ বিয়ের অনুষ্ঠান। 

রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা করেছেন। তারপর থেকে নিউইয়র্কে কুইন্সে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ প্রতিষ্ঠা করেন।

ছবিগুলোর পাশাপাশি তাহসানও তার ফেসবুকে গোলাপি শেরওয়ানিতে স্ত্রী রোজার সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সে তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সে তুমি কে?

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়