আমেরিকান অভিনেত্রী ডেমি মুর
প্রথমবারের মতো গোল্ডেন গ্লোব জিতলেন ডেমি মুর। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮২তম আসরে সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগের পুরস্কার জিতলেন আমেরিকান তারকার। ‘দ্য সাবস্ট্যান্স’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের সুবাদে এ স্বীকৃতি পেলেন তিনি।
বাংলাদেশ সময় সোমবার (০৬ জানুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্য বেভারলি হিলটন হোটেলে গোল্ডেন গ্লোবসের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ডেমি মুরের হাতে ট্রফি তুলে দেন আফ্রিকান-আমেরিকান অভিনেত্রী কেরি ওয়াশিংটন ও ব্রিটিশ-আমেরিকান অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড।
এবারের আসরে পাঁচটি মনোনয়ন পেয়েছে ‘দ্য সাবস্ট্যান্স’। এতে দেখানো হয়েছে, একজন মধ্যবয়সী মডেল যৌবন ফিরে পেতে ভয়াবহ সিদ্ধান্ত নেন। এ চরিত্রেই অনবদ্য নৈপুণ্য দেখিয়েছেন ডেমি মুর। গোল্ডেন গ্লোবসে ২৮ বছর পর আবারও মনোনয়ন পেলেন তিনি। এটাই ৬২ বছর বয়সী এই অভিনেত্রীর প্রথম গোল্ডেন গ্লোবস জয়।
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগে ডেমি মুরের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন অ্যামি অ্যাডামস (নাইটবিচ), সিনথিয়া এরিভো (উইকেড), কার্লা সোফিয়া গ্যাসকন (এমিলিয়া পেরেস), মাইকি ম্যাডিসন (আনোরা), ও জেন্ডেয়া (চ্যালেঞ্জার্স)। তাদের মধ্যে মাইকি ম্যাডিসন ও সিনথিয়া এরিভোকে ফেভারিট ভাবা হয়েছে। ডেমি মুরের জয়টা তাই চমকই বলা যায়।
৭৭তম কান চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের স্বীকৃতি পেয়েছে ‘দ্য সাবস্ট্যান্স’।
আমেরিকান কমেডিয়ান নিকি গ্লেজার প্রথম নারী হিসেবে এককভাবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস সঞ্চালনা করছেন। এবারের গোল্ডেন গ্লোবস বিজয়ীদের নির্বাচনে ভোট দিয়েছেন ৮৫টি দেশের ৩৩৪ জন সাংবাদিক। তাদের মধ্যে আছেন বাংলাদেশের চার জন। তারা হলেন জনি হক, সাদিয়া খালিদ ঋতি, মনজুরুল আলম ও আদর রহমান। আমেরিকান অডিট, ট্যাক্স ও পরামর্শদাতা সংস্থা কেপিএমজি ভোট তালিকাভুক্তির দায়িত্ব পালন করেছে।
গোল্ডেন গ্লোবস হলো নতুন বছরে পুরস্কার বিতরণের প্রথম বৃহৎ আয়োজন। আগামী ২ মার্চ অস্কারের মধ্য দিয়ে এর যবনিকাপাত ঘটবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।