Apan Desh | আপন দেশ

বখাটে মেয়ে সেজে কোটিপতি

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৯, ৬ জানুয়ারি ২০২৫

বখাটে মেয়ে সেজে কোটিপতি

ব্লেয়ার রিচার্ডস।

আধুনিক যুগে ঘরে বসে অর্থ রোজগারের অভিনব উপায় বের করেছেন ব্লেয়ার রিচার্ডস নামের এক তরুণী। তিনি নিজেকে ‘পেশাদার বখাটে’ বা ‘স্পয়েলড ব্র্যাট’ বলে পরিচিত করতে পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষ কৌশল প্রয়োগ করে পুরুষদের কাছ থেকে বিপুল অর্থ আয় করেছেন তিনি।

তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লিখেছেন আপনিও চাইলে একজন ‘পেশাদার লুটেরা’ হতে পারেন। তার দাবি, তিনি গত চার বছরে প্রায় পাঁচ কোটি টাকা আয় করেছেন। বিভিন্ন সাইটের ফ্যান পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমকে হাতিয়ার করে তিনি এ বিপুল উপার্জন করেছেন। ‘ফিন সাব’কে পুঁজি করেই এ অর্থ জমা হয়েছে তার অ্যাকাউন্টে।

‘ফিন সাব’ হলেন এমন এক ব্যক্তি। যাকে দিয়ে সহজেই তার প্রেমিক বা প্রেমিকা অর্থ খরচ করিয়ে নিতে পারেন। তাদের আর্থিক বিষয়গুলি সহজেই তাদের সঙ্গীরা নিয়ন্ত্রণ করতে পারেন। এ কাজ করতে ‘ফিন সাবে’রা নিজেরাও আনন্দ পান। ব্লেয়ার বেছে বেছে এ ধরনের ব্যক্তিদের থেকে টাকা নিয়ে কোটি টাকার মালিক হয়েছেন। 

প্রমাণস্বরূপ নিজের ফোনের স্ক্রিনশট দিয়ে জানিয়েছেন, এক ব্যক্তি মাত্র এক ঘণ্টার মধ্যেই তাকে কয়েকশো ডলার পাঠিয়েছিলেন। কারণ তরুণী তাকে এ অর্থ পাঠাতে বলেছিলেন। এর জন্য তাকে ওই ব্যক্তির সঙ্গে ডেটে যেতে হয়নি অথবা দেখা করতে হয়নি। ব্লেয়ার মনে করেন, নিজের সৌন্দর্যকে পুঁজি করে যে কেউই পেশাদারভাবে এ পথ বেছে নিতে পারেন। 

আপন দেশ/এমবি


 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়