ভারতীয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর।
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর বারাণসীর এক কনসার্টে আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ তুলে মঞ্চ ছাড়েন। এ নিয়ে ইনস্টাগ্রাম পোস্টে তিনি আয়োজকদের দায়িত্বজ্ঞানহীন আচরণ ও মৌলিক নিরাপত্তার অভাবের কথা প্রকাশ্যে এনেছেন।
মোনালি জানান, কনসার্ট চলাকালীন আয়োজকদের চরম অব্যবস্থাপনা তাকে মঞ্চ ছাড়তে বাধ্য করে।আয়োজকদের দায়িত্বজ্ঞানহীন আচরণ ও মৌলিক নিরাপত্তা ব্যবস্থার অভাব চরম পর্যায়ে পৌঁছেছিল। এমনকি যৌন হয়রানির মতো গুরুতর বিষয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করে পরিস্থিতিকে আরও ঘোলাটে করা হয়েছে।
তিনি আরও বলেন, কোনও যুবতী মহিলার এমন অপব্যবহারের অংশ হওয়া হতাশাজনক। এটি প্রকৃত হয়রানির শিকারদের প্রতি অবিচার।
কনসার্ট আয়োজনকারী সংস্থা ‘ব্যাক রুম এন্টারটেইনমেন্ট’ মোনালির অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তারা পাল্টা অভিযোগ করে বলেন, মোনালির ম্যানেজার নাকি এক নারী সংগঠককে যৌন হেনস্তা করেছেন। মোনালির আচরণ ছিল অযৌক্তিক ও কনসার্ট ছেড়ে যাওয়ার কোনও সুনির্দিষ্ট কারণ ছিল না।
আয়োজকদের পাল্টা অভিযোগের জবাবে মোনালি বলেন, শুধুমাত্র নিজেদের ইগো রক্ষা করতে আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। এটি একটি জঘন্য অপরাধ।
মোনালির পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রির পেশাদারিত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মোনালি আয়োজকদের ক্ষমা চাওয়ার একটি চিঠিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।